যারা দেশে ঈদ উদযাপন করি তাদেরটা মোটামুটি ১টা প্যাটার্ণে পড়ে:
১) দরিদ্রের ঈদ বলে কিছু নেই বলা যায় - ধনীর কৃপা কুড়ানো আর নিস্পেষিত মনে ক্ষীণ আফসোস। সেই সাথে হয়তো একটু টি.ভি. দেখা।
২) মধ্যবিত্ত থেকে উচ্চ-মধ্যবিত্ত - সকালে গোসল করে ঈদের নামাজ পড়া, খাবার খাওয়া, বেড়ানো, রাতে টি. ভি. দেখা
৩) উচ্চবিত্ত - মধ্যবিত্তের মতই, তবে ওয়েষ্টার্ণ লাইফ স্টাইলের মিশেল।
৪) অতি - উচ্চবিত্ত - ওনাদের ব্যাপারে ধারণা নেই।
প্রবাসী আত্মীয়-বন্ধুদের কাছে তাদের কিছু ঈদ উদযাপনের কথা শুনেছি। কিছুটা কষ্টের।
তাই মজার কোন ঘটনা জানতে চাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



