ধরা যাক,
A একজন মানুষ,
B একজন মানুষ
তারা দুই জন ভাই......। A বড় এবং B ছোট। তাদের ছেলে যথাক্রমে C ও D.
A খুবই নামাযী মানুষ। তিনি চাকুরী করেতন বাংলাদেশ বিমান বাহিনী কমিশন রাঙ্ক অফিসার বেতন আনুমানিক ১০,০০০ টাকা। B ও খুবই নামাযী মানুষ ছিলেন। তার ছিল সাধারণ বীমা কপোরেশন এ একজন কারানি বেতন আনুমানিক ৫০০০ টাকা । সম্পত্তি বলতে A এর ছিল তিনটি জায়গা। B এর ছিল দুইটি জায়গা ও একটি তিনতলা বাড়ি। ১ বছর পর A হল নুতন একটি জায়গা। মোট হল ৪টি । এ দিকে B এর হল ৩টি + ৫তলা উন্নিত হল,তার মোট হল ৫টি জায়গা ও ৫তলা বাড়ি। ২য় বছর A এর ৪টি এর একটি নিয়া গেল সরকার তার রাস্তা বানানর কাজে জন্য , আর একটি দখল করল B। এই দিকে ২য় বছর B এর নুতন হল ২টি ফ্লাট মোট হল ৩টি। ৩য় বছর A এর একই ঘটনা হল, আর একটি নিল সরকার । সেই তুলনায় B সম্পত্তি হল দিগুন । B তার ছেলে ( D ) কে বাহির এ পাঠাল পড়া শুনা কারার জন্য । A এর ছেলে ( C ) সরকারী বিদ্যালয় এ পাঠাল পড়া শুনা কারার জন্য। ১০ বছর পর তাদের ছেলেরা চাকুরী বাজার এ আসলে C পেল ৫ম শ্রেণীর টিচার এর চাকুরী । D পেল ম্যাল্টি ন্যাশেনাল কোম্পানী ম্যানেজার এর চাকুরী কারন বিদেশী ডিগ্রি আছে তার। এরপর bla bla bla .....................................................................................................................................................................................................................................
ঊত্তর দিন***********************************************
এখন আপনার কি মনে হয় তাদের ধর্মে তারা সমান বিশ্বাস ও গুরুত্ব পাবে ?
তা ইসলাম ,হিন্দু ......... যা হোক না কেন।
আপনার হিসাবে বড়ো ভাইর ছেলের বেশী হও উচিত ছিল ,না ছোট ভাইর ?
আর যেখানে কথা ধর্মের জবাব হবে.
ছোট ভাইর ছেলের জবাব = D
যে লোক এক টুপি দিয়া নামায পরে তা আবার গুষ লুকানো কাজ এ ব্যবহার তার ইমান ঐ কি আর বেইমান ঐ কি ? গুনা বা পাপ এ তার কি আসে যায় ?
বড়ো ভাইর ছেলের জবাব = C
এত নামায পরে কি লাভ পাইছি।যা লাউ হেই কদু ঐ রইছি। সেই ত তারা এইখানে না ঐখানে সুখ করতাসে।জান্নাত এর সুখ এইখানে ভোগ করাতাছে।
আমরা পাইতে ও পারি আবার না ও পাইতে পারি।
আমি হাসি
আজ youtube তে একটা ভিডিত্ত দেখলাম…….দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। নেপালে একটা মসজিদের মিনারা আপনি আপনি ঠিক হয়ে যায় । এর জন্য আকাশ থেকে একটা সাদা কাপড়ের মত একটা কি যেন এসে এটা ঠিক করে …
এতদিন শুধু শুনতাম বিভিন্ন কাকতালীয় কথা আমি বিশ্বাস করতাম না । কিন্তু চিন্তা করি
আমাদের ধর্মে যতটুকু বিশ্বাস ও গুরুত্ব আছে ,এ সব হাস্যকর ভিডি ও দিয়া তা ক্ষতি করা হল না কি ? দিনে কেন রাত এ ও ত ঠিক করা যেত । আজ কাল কম্পিউটার এর যুগ এগুলা করা খুবই সহজ। দোষ কিছুটা আমাদের ও আছে।আমরাই ওই অল্প শিক্ষিত মোল্লাদের মাথায় তুলি।
কলো টাকা আপনার বাপ মা ইনকাম করে জেনে আপনের কি করা উচিৎ ? এই কলো টাকায় কেনা কোন জিনিস আনা / খাওয়া /পড়া / ব্যবহার করা কি ?
আমার মতে যত দিন কলো টাকা থাকবে ততো দিন আস্তিক নাস্তিক থাকবে
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



