শ্বাসরুদ্ধকর ভয়াল অন্ধকার
মর্ত্যে প্রেতাত্মার নৃত্য
আলো, আলো, আলো
এক টুকরো সোনালী আলো...
আমি মানব দিশেহারা।
সুরের বাঁশী বেসুরো বাজে
চারদিকে বড় বেশী প্রহসন
ধর্মের নামে
ঈশ্বরের নামে
মানবতার নামে -
প্রতারক দূর্দান্ত রাবন
রক্ত তিলকে হোলি খেলে
নতজানু মানবতার দীর্ঘ্যশ্বাস
অসহায় মানবের নীরব আর্তনাদ।
এশিয়া-আফ্রিকা-দেশে দেশে
বুভুক্ষ আদমের শীর্ণ অবয়ব
পুঁজিবাদের সিফিলিসে কাদেঁ
ইউরোপ-আমেরিকার মানচিত্র
ধর্মীয় প্রহসনে পরাভূত
পবিত্র ঐ আরব ভূম।
কোরআন-বেদ-বাইবেল-ত্রিপিটক সাক্ষী
ঈশ্বর তোমার জ্যোতিতেই
আলোকময় অনন্ত স্বর্গরাজ্য-
হে ঈশ্বর, ত্রিকালজ্ঞ ঈশ্বর
পৃথিবী নামক নষ্টগ্রহে
নির্বাসিত প্রমিথিউস
নিভু নিভু মানবতার দীপশিখা
গোলক ধাঁধার অন্ধগলিতে
অসহায় বন্দিনী আজ
শান্তির স্বপ্নীল শ্বেত কপোত।
ঈশ্বর, তোমার ইনফাইনাইট সার্চ লাইটে
প্লাবিত হোক মানবের মনোভূম -
চোখ ধাঁধানো মানবতার দীপশিখা
জ্বলে উঠুক পুর্নবার
আলোকিত হোক বিশ্বমানচিত্র
মুক্তি পাক বন্দিনী শান্তির শ্বেত কপোত।।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



