নারী, একদা তোমায় দিয়েছি
ভালোবাসার সোনালী মোড়কে সমর্পিত মন
প্রত্যাশা ছিল শান্তির শ্বেত কপোত
মানস সরোবরে নিয়ত অবগাহন।
রাজনীতিকের মতোন বিশ্বাস হন্তারক তুমি নারী -
অমৃত নয় গ্রীক দেবীর মায়াবী ছলনায়
অকম্পিত হাতে তুলে দিলে গরল পেয়ালা।
ধর্ম একদা তোমার কাছে আশ্রয় চেয়েছি
পাপ-পূণ্যের লোভে নয় বরং একজন
শান্তিকামী গান্ধীর মতোই প্রত্যাশা ছিল
পবিত্র শান্তির -- সর্ব ধর্মের রাখী বন্ধনে।
নারীর মতো ধর্ম তুমিও ছলনাময়ী--
কোরান, বেদ, বাইবেল, ত্রিপিটক, হাদিস-পুরানের
দোহাই দিয়ে তুলেছো বিভেদের নষ্ট দেয়াল
ঈশ্বরের প্রতীভূ গোলাম আজম, আদভানীর হাতে
ধর্ম তুমি ক্রীড়নক , হারিয়েছো মূল মন্ত্র
নিখিল মানবের কল্যান কামনা --
'সর্বে সত্তা সুখিতা হোন্তু।'।
নিসর্গ, একদা ছিলাম তোমার পূজারী
কি এক অসীম প্রত্যাশা ছিল মনে
তুমিই এনে দেবে অনাবিল শান্তির শুচি বারতা।
নারীর মতো, ধর্মের মতো নিসর্গ তুমিও ব্যর্থ --
জানি তোমার সুরে অসুর বেমানান
নষ্ট সময় তবুও তোমাকে করেছে গ্রাস;
কোথা পাব সেই তপোবন-হেরারগুহা-বোধি বৃক্ষতল
যেখানে হয়েছে উন্মেষিত শান্তির সত্য বাণী।
মানবের হিংস্রতায় নিসর্গ তুমি আজ
ডাইনোসরসের মতোই বিলুপ্ত প্রায়-
সভ্যতার অভিষাপ গ্রীণ হাউজ এফেক্ট
উজাড় অরণ্যরাজি- পলাতক পশু-পাখী, ফুল-ফল
স্তব্ধ নদীপথ-মেরুদেশে গলন্ত শুভ্র বরফ
ধ্বংসের মুখোমুখী বড়বেশী বিপর্যস্ত তুমি নিসর্গ।
অবশেষে মানব, তোমার সব শুভবুদ্ধির কাছে
আজ আমি নতজানু --
প্রেমিক যেমন প্রেমাস্পদের কাছে
ভক্ত যেমন ঈশ্বরের কাছে
মেঘ যেমন নদীর কাছে
নদী যেমন সাগরের কাছে
তোমার কাছেই আমার সব প্রার্থনা --
মানব তোমার জাগ্রত চেতনা
ক্রোধোন্বিত মা দূর্গার মতোই বধ করুক
প্রিয় পৃথিবীর যত অসুর কালিমা,
প্রমিথিউসের মতো অসীম সাহসে
জ্বেলে দিক পলাতক শান্তির দীপ শিখা;
তোমার শুভ চেতনায় জন্ম হোক
সত্যম শিবম সুন্দরমের,
ফলে-ফুলে ভরে উঠুক আমাদের আঙ্গিনা
ঘোষিত হোক মানবের বিজয় গাঁথা ।।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






