কবিতা আমি লিখতে পারিনা কবিতার মত করে
তবে কেন এত কঠিন কিছু লিখতে বল আমায়?
পারব না আমি চিন্তা করে করে মাথাটাকে সস্তা করে ফেলতে
তবে কেন চিন্তার সাগরে ডুব দিতে বল আমায়?
রবীন্দ্র, নজরুল, আউল আর বাউল শুনতে ভালবাসি
তবে কেন ফাউল মিউজিক শুনতে বল আমায়?
অপ্সরা, সে তো থাকে শুনেছি স্বর্গেতে
তবে কেন এত তাড়াতাড়ি মরতে বল আমায়???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




