আমার আম্মা প্রায়ই কথাবার্তার মধ্যে অনেক ধরনের ছিলক (খনার বচন টাইপ হবে মনে হয়। আমাদের এখানে এগুলোকে ছিলক/সিলক/শোলক বলে!) বলে থাকেন। তবে স্বাভাবিক কথাবার্তার মাঝে তেমন একটা বলেন না। কোন কিছুতে হঠাৎ রেগে গেলেই শুধু বলেন। অনেক গুলোর অর্থই আমি ধরতে পারি না। তাই সাথে সাথে এর অর্থ জিজ্ঞেস করে বসি। আম্মা তখন রাগ ফেলে আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। হাহাহাহা...
এই যেমন আজকে সকালে কথা প্রসঙ্গে(রাগান্বিত অবস্থায়) বললেন-
এমন কথা বলোনা ভাই কেউ না বলে ঝুট(মিথ্যা কথা)
এমন স্থানে বসোনা ভাই কেউ না বলে উঠ!
আরেকটা হল-
মাছ ধরলে কৈ মাগুর
জামাই ধরলে সভার ঠাকুর!!
এ দু’টোর অর্থ আমি পুরোটাই বুঝতে পেরেছি। অন্য অনেকগুলো ঠিক বুঝে উঠতে পারিনা। অনেকদিন ধরে ভাবছিলাম আম্মার বলা শোলকগুলো সংগ্রহ করব। আম্মাকে শোলকগুলো বলার জন্য সকালে অনুরোধ করেছিলাম। কিন্তু রাগ না উঠলে নাকি আম্মার এগুলো মনে পড়ে না!!
আরেকদিন সময় করে বাকিগুলো আদায় করতে হবে। বন্ধুদের মাঝে এগুলো শেয়ার করি, তখন জানতে পারি তাদের আম্মারাও এমন বাণী চিরন্তনী দিয়ে থাকেন
***ব্লগার ভাই-বোন-বন্ধু-বেরাদার আপনারা আপনাদের আম্মার মুখনিসৃত অমিয় বাণীগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন।
হেপ্পি ব্লগিং...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


