ছোট বেলায় যে কার্টুন চরিত্রগুলো দেখতে দেখতে বড় হয়েছি, যার অনেকগুলোর সাথেই একাত্বতা বোধ করতাম সেগুলোকে পেরিয়ে আমরা বড় হলাম , এখন বুড়ো হতে চলেছি। ওদের ব্য়স কিন্তু আর বাড়েনা।
যদি বাড়তো? এ নিয়েই এ পোস্ট।
দিদিমা বারবি।
দাদু টুইটি।
দাদাভাই সুপারম্যান।
"গল্"দের বুড়ো রাজা।
দিদিমা ওয়ান্ডার ওম্যান।
বয়সের ভারে ন্যুব্জ্য স্পাইডার ম্যান।
তথ্য সুত্র: আমাকে পাঠানো একটি ই মেইলের সংযুক্তি।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




