বাংলা সাহিত্যে পুরুষগণের অনেকটা একাধিপত্য বিচরণ বিধায় আমরা নারীকে নিয়ে বিভিন্ন রকম চুল চেরা বিশ্লেষণ দেখিয়াছি। তাহাদের বিশ্লেষণে নারী গণের বহুরূপী চরিত্র ফুটিয়া উঠিয়াছে যেমন নারী ছলনাময়ী, ললনাময়ী,কল্পনাময়ী, আবেগী, হুট করিয়া সিন্ধান্তগ্রহনকারী ইত্যাদি ইত্যাদি!কিন্তু বেগম রোকেয়ার মত সাহিত্যিক হাতে গোণা মাত্র কয়েক জন হওয়ায় পুরুষগণের চরিত্র আড়ালেই রহিয়া গিয়াছে। ইহা ভারী অন্যায়। তাহাদেরকেও সাহিত্যের মাধ্যমে উচ্চ মার্গে তুলিয়া ধরা নারীগণের নৈতিক দায়িত্ব। তাই আমি সিদ্ধান্ত গ্রহন করিয়াছি আজকে আপনাদের সামনে পুরুষ গণের কিছু বহুরূপী চরিত্র তুলিয়া ধরিব।

-উহারা সাধারণত ''হ্যালো'' কে স্টাইল করিয়া বলিতে যাইয়া ''হেলাওওঁওঁওঁওঁওঁওঁ '' বলিয়া ফেলেন।

-উহারা নারীর বেশ ভূষাকে অবজ্ঞা করিলেও নিজেরা নারীদের বেশ ধরিতে পছন্দ করেন। যেমন হাতে চুড়ি, কানে দুল, গলায় মালা আজকাল অনেক পুরুষকেই পরিধান করিতে দেখা যায়।

-উহারা নিজেদের সুপুরুষ হিসেবে উপস্থাপন করিতে যাইয়া প্রায়সই রিক্সাআলাদের গায়ে হাত তুলিয়া থাকেন।

-উহারা ভাড়া লইয়া রিক্সাআলার সাথে ঝগড়া বাধাইয়া দেন।

-উহারা বাসে উঠিবার আগে নারীদিগকে ধাক্কা দিয়া পাশ কাটাইয়া উঠিবার চেষ্টা করেন।

-উহারা বাসে উঠিবার পর বীরপুরুষের ন্যায় নারীদের সিট দখল করিয়া বসিয়া থাকেন।

-উহারা বাসে উঠিলে নারীর পাশে বসিবার জন্য মরিয়া হইয়া থাকেন।

-উহাদের মোবাইলের সিমের অভাব হয় না। সব কোম্পানির সিমের কল রেট উহাদের মুখস্ত থাকে।

-উহারা নিজের ঘরের বঊয়ের চেয়ে পাশের বাড়ির ভাবিদের রান্না বেশি পছন্দ করিয়া থাকেন।

- উহারা বউয়ের দোষ কীর্তন করিতে ভালোবাসেন।

-উহারা গার্ল ফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা খরচ করিলেও উহাদের নিজেদের বউ বাচ্চাদের পেছনে টাকা খরচ করিতে গেলে উহাদের মানি ব্যাগে শনির দশা লাগিয়া যায়।

-উহারা পরকিয়া করিতে ভালোবাসেন।

-উহাদের চামড়া পাতিলের তলার ন্যায় হইলেও উহারা বিবাহের জন্য ময়দার মত ধলা মেয়ে খুঁজিয়া বেড়ান।

উহারা সিগারেট খাইয়া নিজেদের মহাপুরুষ বলিয়া চালাইয়া দিতে চেষ্টা করেন।

-উহারা অপরিচ্ছন্ন বিধায় উহাদের গায়ে যে রকম মহিষের মত দুর্গন্ধের প্রাদুর্ভাব হয় উহারা তা ম্লান করিতে কড়া পারফিউম ইউজ করেন।

-উহারা সুটেড বুটেড হইয়া স্টাইল করিয়া হাটিতে যাইয়া প্রায়ই কোমর দুলাইয়া হাটিয়া ফেলেন। উহাতে যে তাহাদের হাফ লেডিস মনে হইতেছে উহারা তাহা বুঝিতে পারেন না।

-উহারা কয়েকজন এক জায়গায় আড্ডা দিতে বসিলে একটু পর ঝগড়া বাধাইয়া দেন। তাহার পর মারামারি, কাটাকাটি, খুনাখুনি করিতেও উহারা দ্বিধা বোধ করেন না।

-উহারা টিউশনি করিতে গেলে ছাত্রী পড়াইতে বেশি পছন্দ করেন।

-উহারা বিবাহের জন্য কতজন পাত্রী রিজেক্ট করিয়াছেন উহা বলিয়া নিজেদের দাম বাড়াইছে পছন্দ করেন।

-উহারা নারীদের মন পাওয়ার জন্য সব রকম ফন্দি ফিকির করিয়া থাকেন। পরে যদি বুঝিতে পারেন নারী তাহাদের প্রেমে পরিয়াছে উহারা ভাব ধরেন।

-উহারা চোখে সান গ্লাস লাগাইয়া ভাবেন উহাদের বুঝি খুব হেন্ডসাম লাগিতেছে।

-উহারা টিচার হইলে সব সময় ক্লাসের সব চেয়ে সুন্দরী ছাত্রীকে পড়া ধরিয়া থাকেন।

-উহাদের বুড়া বয়েসে ভীমরতি পরিলক্ষিত হয়। উহারা নিজের মেয়ের বয়সী মেয়েকে বিবাহ করিয়া আনেন।

-উহারা একটুতেই চটে যান। উহারা আমার এই পোষ্টে এসে রাগের ইমো সো করিবেন এবং উহারা পাল্টা প্রতিশোধস্বরূপ মেয়েদের ভুল বাহির করিতে চেষ্টা করিবেন। উহারা এই পোষ্টে লাইক দিতে চাহিবেন না। মাইনাচ থাকিলে উহারা আমার পোষ্টে মাইনাচ দিতেন।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬