তার ছায়া দেখি অন্তীম নিদ্রায়-
শুয়ে থাক
শুয়ে থাক প্রিয়তমা আমার
অস্ফুট ভ্রূণ হয়ে অন্য জগৎ গর্ভে।
সেদিন মেঘেরা
অস্তিত্ব হারাবে সৌরগুহায়
বায়ুরা ফিরে যাবে
আবার নক্ষত্র ওপারে,
সমগ্র সবুজ হারাবে রং ঘুর্ণিপাকে
কঙ্কাল সমুদ্রের বালিকণা
মিশে যাবে জমাটবদ্ধ পাথরে পাথরে-
প্রিয়তমা
ভ্রূণহতে মেলে দিও পাপড়িডানা
সুঘ্রাণ ছড়ায়ো পথে পথে নক্ষত্রে।
এ জগতে কোথাও আমি নেই
ছিলামও না কোনদিন কোন বাধনে
শুধু পাপ ছিলো মাংসে মাংসে,
নিদ্রা শেষে আমিও জাগ্রত হবো
নিষ্পাপ হয়ে পথপানে চেয়ে রবো।।
..................................................
.............বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৯ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



