দেহ বিলীন পাখিরা
____________
কবরস্থানে বৃক্ষ ও কবর নিধন শুরু হলে দেহ বিলীন সুকণ্ঠী পাখিরা মানুষ ও মৃত মাছেদের উদরে ঢুকে পড়ছে
ভীড় রাস্তায়
তিন সুফি আর তিনশ মানুষের বিকৃত ও অবিকৃত হাড়ের সাথে খোয়া বালির মিশ্রন
পিচ পাথরের মোলায়েম প্রলেপের অপেক্ষায়
কবরস্থান থেকে পথচারির আবাস অবধি মৃত মানুষ ও মাছেরা
পাখিদের ডাক ডেকে যায়
পূরবী থেকে কালশী হয়ে অনন্তের পথে পথচারিরা এখন প্রশস্ত রাস্তায়...।।
______________
_____ বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




