আমি ভিটামিন সি। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই কামচুরা পোলাডা, যে খালি আউলা-ঝাউলা কমেন্ট করে।
এই আমার নামকরণের লগো। গুগল মামার বদৌলতে আমি আমি এই লগোটার উত্তরাধিকারী।

নামকরণঃ সামুতে নিক খুলতে গিয়ে আমার নামের সব অংশ দিয়া চেষ্টা করেও যখন বিফল মনোরথে নিস্কাম হইয়া দেশ থেকে আনীত সিভিট চুষিতেছি, তখন মাথায় ঝাকি দিয়া এই ভিটামিন সি নামটার আবির্ভাব হলো। সাথে সাথে ট্রাইও করলাম এই নাম দিয়া। পেয়েও গেলাম নিক। তারপর লগো খুজতে খুজতে গুগল মামা তোলপাড় করিয়া একখানি লেবুর ছবি আমার নয়নে আটকিয়া গেল। যা এখন আমার নিক লগো হিসেবে শোভা পাইতেছে।
ভিটামিন সি কোথায় পা্ওয়া যায়ঃ আরে কি কন ভাই? বলেন কোথায় পা্ওয়া যায় না এই ভিটামিন সি? সামুতে পাইবেন জলজ্যান্ত ভিটামিন সি। চ্যাট, করবেন, কল করবেন, ইমেইল করবেন, জিমেইল করবেন, হটমেইল করবেন, আউটলুক মেইল করবেন, স্কাইপ করবেন (কেমনে করে?), ভাইবার করবেন(কেমনে করে?), হ্যাং আউট করবেন(কেমনে করে?), হোয়াটসএপ করবেন(কেমনে করে?), ইমো করবেন(কেমনে করে?)... এই সব জায়গায় ইন্সট্যান্ট পাবেন ভিটামিন সিকে। আর যদি পুষ্টি উপাদান ভিটামিন সি খোঁজেন তাইলে খাড়ান, দম নিয়া লই, কইতাছি.. এই ধরেন লেবু, আমলকি/আমলা, কামরাঙ্গা, জাম্বুরা, মাল্টা, কমলা, পেয়ারা, আনারস, কিউই, ড্রাগন, চেরি, আঙ্গুর, স্ট্রবেরী, ফুলকপি, কালোজাম, কাঁচা মরিচ ইত্যাদিতে প্রচুর প্রচুর পরিমানে পাওয়া যায়। বাংলাদেশের তথা বিশ্বের অনেক কোম্পানীই বানিজ্যিক ভিত্তিতে ভিটামিন সি এর ট্যাবলেট বাজারজাত করে থাকে। বাংলাদেশে এই ট্যাবলেটের জনপ্রিয় ব্যান্ড "সিভিট"। সহজ কথা হলো সব টক জাতীয় ফলেই ভিটামিন সি এর ভান্ডার আছে। দাঁড়ান একখান ছবি আপ্লোড কইরা দেই।

ভিটামিন সি খাইয়া কি লাভ অইবো? আসলেই তো ভিটামিন সি খাইয়া কি লাভ অইবো? কোন লাভ নাই। কিন্তু মজা লাগে। ইস কি মজারে!! মজায় দুই চোখ বন্ধ হইয়া আসে, জিভে পানি চলে আসে। কেডায় কইছে ভিটামিন সি খাইলে কোন লাভ নাই? না খাইলে অল্প বয়সেই হাড়ে ম্যাড়মেড়া রোগ অইবো, দাঁতগুলা সব নড়াচড়া করবো, চোখে কম দেখা যাইবো, স্কার্ভি নামক চর্মরোগে শরীর নষ্ট করবো। আরো যে কত খারাপ অইবো শরীরের তা বইলা শেস করা যাইবে না।
সময়ের অভাবে পোষ্টটি শেষ করতে পারিনি। পরে আরো আপডেট দিয়ে পূর্ণ করে দেবো। আপাতত এই টুকুতেই সীমাবদ্ধ থাকুক। আর যেহেতু টেষ্টিং পোষ্ট তাই সিরিয়াসলি দিলাম না।


সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




