০১
: কি চাও?
: একটা খুন; হত্যা কিংবা আত্মহত্যা।
: একটা থাপ্পড় দিব। মশকরা কর আমার সাথে?
: আজব! মশকরা করব কেন? তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস?
: আমি জানি না। আর তোমাকে তো বলেছি, তোমার যা খুশি তুমি কর, প্লিজ, আমাকে মুক্তি দাও।
: হা হা হা হা হা .......... এত সহজে কি আর মুক্তি মিলে রে পাগলা! মুক্তির জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়।
: তোমার যা খুশি তুমি কর ... প্লিজ, আমাকে আর বিরক্ত করবা না।
: কি যে বল ... তোমাকে কেন্দ্র করেই তো সব পরিকল্পনা। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? সমস্ত ব্যাপারটা সাজানো হবে আত্মহত্যার মত করে। এটা তো আত্মহত্যাই, সাক্ষী রেখে আত্মহত্যা। তোমার চিন্তার কোন কারণ নেই, তোমার এস্কেপ প্ল্যান রেডি করা আছে, তুমি জাস্ট এক্সিকিউট করবা, ব্যস।।।
: আমি যদি না আসি?
: সেক্ষেত্রে একটা কিডন্যাপিং মঞ্চস্থ করতে হবে।
: তুমি আমাকে কিডন্যাপ করবা!!??
: আরে ধুর ... তোমাকে কেন কিডন্যাপ করব? রিভলভারের টার্গেট থাকবে তোমার আব্বু।
: You know what, I don't love you anymore.
: হা হা হা .... ওই মুহূর্তে তোমার আব্বুকে ভালবাসলেই চলবে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



