somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার সাতকাহন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালবাসতে কোন দিনক্ষন বা সময়ের প্রয়োজন নেই। তারপরও থাক না একটা দিন, যেদিনটি অন্য দিনের মতো হলেও ক্ষতি নেই, আমরা না হয় একান্ত নিজের মতো করে ভালবাসার মানুষটিকে নিয়ে কাটালাম। হয়ত এমন চিন্তা থেকেই ভালবাসা দিবসের সূচনা হয়েছিল। বিশ্ব ব্যাপি এ দিবসটি অনেক আগে থেকে পালিত হয়ে আসলেও বাংলাদেশে ভালবাস দিবস পালন শুরু হয় ১৯৯৩ সাল থেকে। যায় যায় দিন এবং শফিক রেহমান স্যারের হাত ধরে। তবে তাই বলে ভালবাসা নয় কিন্তু ! ভালবাসা অনন্তকাল ধরে ছিল এবং থাকবে ও অনন্তকাল প্রতিটা মানব মানবীর হ্নদয়ে বিদ্যমান। অনেকেই বলে থাকেন ভালবাসা আর প্রেম এক নয়। আবার একথাও প্রচলিত ভালবাসা প্রেম একই কথা একে অপরের সমার্থক মাত্র। ভালবাসা প্রেম এক আবার ভিন্ন এ নিয়ে অবহমান কাল থেকে দ্বন্দ চলে আসছে। তবে একথাও স্মরণ রাখতে হবে ক্ষেত্র বিশেষ অনেককে ভালবাসা গেলেও একান্ত প্রিয় জন একজনের সাথেই প্রেম করতে হয়। বলা যায় বিপরীত লিঙের আকর্ষণের মাধ্যমে প্রেমের অনুভূতি তৈরী হয়। বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজনের মাঝে গড়ে ওঠে ভালবাসার সম্পর্ক। আর প্রেম শুধুমাত্র কপোত কপোতি, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে গড়ে ওঠে যার মধ্যে বিদ্যমান থাকে অফুরান্ত ভালবাসা।
প্রথম ভাললাগা, তারপর ভালবাসা আর এই দুটি সম্পর্কের সুতায় গাঁথিত হয় প্রেমের মাধ্যমে যার চূড়ান্ত পরিনতি বিয়ের মাধ্যমে শেষ হয়।
বিয়েতে প্রেম ভালবাসা মিশে একাকার হয়ে নতুন রূপ লাভ করে দায়িত্ব্য। এ যেন এক আজব গোলকধাঁধাঁ। তবে ভালবাসাই একমাত্র বিষয় যেখানে বিজ্ঞান এবং সাহিত্য মানব সমাজের বিবর্তনের এই সমৃদ্ধ ক্ষেত্রও বুঝাতে নাকাল হয়েছে। আর আমি আপনি তো কিছুই না।

অনেকেই বলে প্রেম ভালবাসা অতিক্ষুদ্র বাক্য কিন্তু এর অর্থ অনেক বিস্তৃত। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার ভিতরই প্রেম ভালবাসা বিদ্যমান। প্রকাশের ধরণ আচার আচরণ একেক জনের একেক রকম। তবে সবার মাঝে সর্বত্র প্রেম বিরাজমান বলেই জগতটা আজো এতো প্রেমময়। প্রেম ভালবাসা নেই এমন সৃষ্টি খুজে পাওয়া দুস্কর। যার হ্নদয়ে ভালবাসা নেই প্রেমের অনুভুতিতে যে রোমাঞ্চিত হয় না, বলতে হবে তার দেহে কোন আত্মা নেই বাহ্যিক ভাবে সে আত্মাবান হলেও তা অনুভূতিহীন ছাড়া আর কিছুই না।

বিজ্ঞানের চোখে ভালোবাসা- “পেরেন্টাল ইনভেস্টমেন্ট” “সারভাইভাল স্ট্রাটেজি” “ইনস্টীঙ্কট”।
সাহিত্যের চোখে-"দিবস রজনী বেদনা, কখনো সুখ কখনো কামনা !"
ধর্মের চোখে -"বিবাহ বহির্ভূত ব্যভিচার"
আধ্যাত্মবাদিদের চোখে-“সাধনা”।

অবিবাহিত বাঙালী পুরুষের চোখে-
"পটাবার জন্যে মেয়ে নেই, আর এই লোকটা তত্ব-জ্ঞান দিচ্ছে .. ।”
অবিবাহিত বাঙালী নারীর চোখে- “কবে যে ঝোলার উপযুক্ত একটা কাঁধ পাওয়া যাবে”

বিবাহিত বাঙালী পুরুষ-“ভালোবাসা পাঁক, যৌনতাটাই আসল ক্ষীর”
বিবাহিত বাঙালী নারী-“আমি হতভাগিনী-কত মেয়ের কত কিছু হয়-আমারই কিছু হল না”

আধুনিক পুরুষের কাছে-"বিবাহ পূরবর্তী অনুশীলনের অপর নাম।"
আধুনিকা নারীর চোখে-"অন্যের পকেট খালি করে ভ্রমন শপিং আর খাওয়ার নামই ভালবাসা।"

বাংলা সিনেমার ইতিহাস থেকে পাওয়া যায়;
“স্বর্গ হইতে আসে প্রেম, স্বর্গে যায় চলে।”
ভালবাসার শেষ পরিণতি বিবাহের বছরের শেষ মাথায় ভারবাহী স্বামীর ভাষ্য;
“স্বর্গ হইতে আসে প্রেম, নরক যায় জ্বেলে।”

আবার আগুনে বিদগ্ধ বিরহী প্রেমিকের ভাষ্য;“প্রেম এক জ্বলন্ত সিগারেট”।
ভাবুকেরা বলে থাকেন; "প্রেম হচ্ছে চুলকানী ! যতই চুলকাবে ততই মজা পাবে, পরে বুঝবে জ্বালা কতো! আহ্ !



প্রেম ভালবাসা নিয়ে সাধারণ মানুষের যেমন আগ্রহের শেষ নেই তেমন বিখ্যাত মানুষেরাও প্রেম ভালবাসা নিয়ে গবেষণা কম করেনি।
সাহিত্যিকরা গল্প কবিতা উপন্যাসে ভালবাসার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছেন উক্তি প্রদানের মাধ্যমে সমৃদ্ধ করেছেন সাহিত্যকে। জেনে নেয়া যাক প্রেম ভালবাসা নিয়ে বিখ্যাত কিছু উক্তি...



-প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। (বায়রন)
-প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না। (রবীন্দ্রনাথ ঠাকুর)
-বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বাড়িয়া উঠে। (রবীন্দ্রনাথ ঠাকুর)
-নারীর প্রেমে মিলিনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। (রবীন্দ্রনাথ ঠাকুর)

প্রেমের নিরব স্বপ্ন যত মধুর, তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই। (টমাস মুর)
-কোন কাছি বা দড়ি অত জোরে আকর্ষণ করতে বা অত শক্ত করে বাঁধতে পারে না, প্রেম যা একটি মাত্র সুতো দিয়ে পারে। (বার্টন)
প্রেম হচ্ছে সব কিছুর শুরু, মধ্য এবং অন্ত। (লাকর্ডেয়ার)
-প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। (স্কুট হাসসুন)

-প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে উঠে। (প্লেটো)
-প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন। (রবীন্দ্রনাথ ঠাকুর)
-প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে। (ওয়াশিংটন অলসটন)

-একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন। (ব্রাটন)
-প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে। (জর্জ বার্নার্ডশ)
-ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘবিচ্ছেদ প্রেমকে হত্যা করে। (মিরবো)
-ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই। (শংকর)

-অনুপস্থিতি প্রেমকে তীক্ষ্ণ করে, উপস্থিতি করে একে শক্তিশালী। (টমাস ফুলার)
-প্রেম হল মানসিক ব্যাধি।
(প্লুটো)
-প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন।
(কাজী নজরুল ইসলাম)
-সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম। (নফডেয়ার)

-যৌবনে যার প্রেম এলোনা তার জীবন বৃথা। (শংকর)
-একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা প্রেমের দ্বারা পবিত্রকৃত। (লিও টলষ্টল)
-ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। (কাজী নজরুল ইসলাম)
-ভালবাসা দিয়েই কেবল ভালবাসার ঋণ পরিশোধ করা যাই। (আলেকজেন্ডার ব্রাকেন
-ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাড়াতে পারে। (টমাস মিল্টন)
-মানুষের জীবন হলো একটি ফুল, আর ভালবাস হলো মধুস্বরুপ।(ভিক্টর হোগো)
-পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে,
আর মানুষ বাধে ভালবাসা দিয়ে। (মুঃ ইসহাক কোরেশী)
-একমাত্র ভালবাসা সারাতে পারে সব রোগ। (গতিয়ে)
-যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা। (বঙ্কিম চন্দ্র)
-ভালবাসতে শেখ, ভালবাসা দিতে শেখ।তাহলে তোমার জীবনে ভালবাসার অভার হবেনা। (টমাস কুলার)
-একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা প্রেমের দ্বারা পবিত্রকৃত। (লিও টলষ্টল)


-ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা ...
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়
শুরু করে তারা তা নিজেও জানেনা। (সমরেশ মজুমদার)
-বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম। (কাজী নজরুল ইসলাম)
-প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে। (হুমায়ূন আহমেদ)
-এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে। (হুমায়ূন আহমেদ)
-কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। (হুমায়ূন আহমেদ)
-প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। (স্কুট হাসসুন)
-মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। (হুমায়ূন আহমেদ)
-প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না। (রবীন্দ্রনাথ ঠাকুর)
-ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই- হুমায়ূন আহমেদ।
-যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। (হুমায়ূন আহমেদ)
-ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি। (হুমায়ূন আহমেদ)
-ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান। (হুমায়ূন আহমেদ)
-একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন। (ব্রাটন)
-যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর। (হুমায়ূন আহমেদ)
-দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। (হুমায়ূন আজাদ)
-ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল- (জনসন।)
-ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। (জর্জ চ্যাপম্যান)
-প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি। (হল.রুক.জ্যাকসন)
-প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়। (জ্যা পল বিশার)
-যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই। (কীটস্)
-ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। (লুইস ম্যাকেন)
-ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনোনিষ্পত্তি হবে না। (গ্যেটে)
-আমরা কোনো ভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপরমূল্য নির্ধারণ করতেই হবে। (ম্যালানি ক্লার্ক)
-সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না। (নিমাই ভট্টাচার্য ক্রোধ)
-তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে নাআসে,তবে সে কখনই তোমার ছিল না (রবীন্দ্রনাথ ঠাকুর)
-দুটো জিনিস খুবই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় (সেক্সপিয়ার)
-যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে,তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা (অস্কার ওয়াইল্ড)
-ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় (টেনিসন)



-অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে পারেনা। (কারলাইন)
-যে ভালবাসে কিন্তু প্রকাশ করে কম সে ভালবাসার ক্ষেত্রে প্রকৃত। (জর্জ ডেবিটসন)
-গভীর ভালবাসার কোন ছিদ্রপথ নেই। (জর্জ হেইড)
-ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে। (জন হে)

-ভালবাসা হচ্ছে জীবনের বন্ধু। (জেমস হাওয়েল)
-ভালবাসা হৃদয়ের দরজা মুহুর্তেই খুলে দেয়। (টমাস মিল্টন)
-ভালবাসা দিয়ে মরুভুমিতে ফুল ফোটানো যায়। (ডেভিসবস)
-ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারী, একজন শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে, একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে। এ ভালবাসা বন্দুকের প্রতি শিকারীর প্রেম ভালবাসার সঙ্গেই একমাত্র তুলনীয়। (জর্জ বার্নাডশ)
-ভালবাসিতে শিখ, ভালবাসা দিতে শিখ তাহলে তোমার জীবনে কখনো ভালবাসার অভাব হবেনা (টমাস ফুলার)
-অন্ধভাবে কাউকে ভালবেসনা তাহলে তার ফল কিন্তু শুভ হবেনা (কারলাইল)
-মা সন্তানকে ভালবেসেই ভালবাসার দাম নিজের তৃপ্তির মধ্যে পেয়ে যান হাতে হাতে। নইলে দীর্ঘদিন ধরে তাকে বড় করে তুলতে অত কষ্ট করতে পারতেন না। আসল কথা হল, যথার্থ প্রেম স্ব-নির্ভর হয়, অন্য নির্ভর হয়না। অপরপক্ষে কতটা প্রতিদান দিল কিংবা দিলনা, সেটা ভালবাসাকে দুর্বল করেনা। (শরত্চন্দ্র চট্টোপধ্যায়)
-যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলে ও তাকে ভুলা যায়না। (কাজী নজরুল ইসলাম)
-ভালবাসার ব্যাপারে বেশি পাটোওয়ারী বুদ্ধি ভালো নয়। যাকে দিবেন সম্পূর্নভাবেই দিবেন। একেবারেই বাকী আমি কিছুই রাখবোনা প্রতিগ্গা করেই দিবেন। তা না হলে জীবনে বিকৃতি দেখা দিবে। যত ই দিবেন ততৃই পাবেন। কার কাছ থেকে? নিজের কাছ থেকেই। যতই ভালবাসবেন তত ই জীবনে স্বাদ পাবেন। আর পাওয়াটাই বড় কথা। (মোতাহের হোসেন চৌধুরী)
-যে ভালবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষন করে মিলিয়ে দেয়, সেটা ভালবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা। (কাজী নজরুল ইসলাম )
-যে গভীরভাবে ভালবাসতে জানে বয়স তার কাছে কোন বাধা নয়। (মেরী বেকার হার্ডি)
-পৃথিবীতে ভালবাসার একটি মাত্র ঊপায় আছে, সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া। (ডেল কার্নেগী)
-ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয় ! (টেনিনসন)
-ভালবাসা যখন পরিতৃপ্ত হয় তখন এর মাধুর্য কমে যায়। (আব্রাহাম কওলে)
-ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল। (ইমারসন)

-প্রেম মানেই শরীর কদাপি নয়, কিন্তু পুরুষের কাছে প্রেম মানেই শরীর। একমাত্র নারী প্রেমের মানে বোঝে। অবশ্য পুরুষ যৌনতারও মানে বোঝে না। প্রতিটি পুরুষই আসলে ধর্ষক’। (নির্মলা শী)
-বাজি ফেলে বলছি, পুরুষের প্রেম নারীর স্তনের সাইজের সমানুপাতিক। (দিগা মালহোত্রা)
-সেক্স আর প্রেম যদি আলাদা জিনিস হয়, ওয়াটার ও জলই বা ভিন্ন বস্তু নয় কেন? (অনন্যা গঙ্গোপাধ্যায় )

প্রেম ভালবাসা নিয়ে এমন আরো অনেক মনীষীর বিভিন্ন রকম মত পাওয়া যায়। যার কোনটা ভালবাসা প্রেমের পক্ষে কোনটা বিপক্ষে। একজন সুখের আশা দেখালে আরেকজন হয়ত ভয় জাগিয়েছেন। তবে একথা মানতেই হবে ভালবাসা মানে যেমন বেদন আবার অপর নাম সুখ । আর ভালবাসা বলতেই ট্রাজেডি। ভালবাসার বড় ট্রাজেডি হলো তাকে আমরা চাই যাকে আমরা ভালবাসি কিন্তু যে আমাকে ভালবাসে তাকে আমরা চাইনা। যাকে আমরা ভালবাসি তার পিছনে কাঙালের মত না ঘুরে যে আমাকে ভালবাসে তাকে ভালবেসে যদি মনের মানুষ করতে পারি তবে হয়ত সুখের দেখা পাওয়া সম্ভব। এই কথা অনেকেই বলে থাকে। তবে একথাও সত্য যে আমায় একাধিক মানুষ ভালবাসলেও আমি একজনকেই ভালবাসি। এজন্য দুঃখের পরওয়া না করে তাকেই পেতে চাই যাকে ভালবাসি। আর মনের মানুষ তাকেই করতে চাই যার কাছে বিশ্বাস গচ্ছিত রাখা যায়। যে যাই বলুক না কেন ভালবাসার ক্ষেত্রে একথা স্মরণ রাখাও জরুরি ভালবাসার প্রতিদানেই ভালবাসা পাওয়া যায়। তুমি অপরে ভাল না বাসলে অপরের ভালবাসা পেতে পারো না। এবং কেউ যদি তোমাকে ভালবাসে তবে কোন কিছুই তাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না ! আর যদি ভালবাসার অভিনয় করে যাবার সময় কোন কিছুই তাকে ধরে রাখতে পারবে না।

ভালবাসার নানান দিক তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনার সিদ্ধান্ত। ভালবাসাকে আপনি কি রূপ গ্রহন করবেন?

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেতানিয়াহুও গনহত্যার দায়ে ঘৃণিত নায়ক হিসাবেই ইতিহাসে স্থান করে নিবে

লিখেছেন ঢাকার লোক, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:৩৮

গত উইকেন্ডে খোদ ইজরাইলে হাজার হাজার ইজরাইলি জনতা নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।
দেখুন, https://www.youtube.com/shorts/HlFc6IxFeRA
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে নেতানিয়াহুর এই হত্যাযজ্ঞ ইজরায়েলকে কতটা নিরাপদ করবে জনসাধারণ আজ সন্দিহান। বরং এতে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

×