মুল লেখা বার্ড ফ্লু-র পর সোয়াইন ফ্লু, কতটা প্যানিক কতটা সত্য আর কতটা ব্যবসা
এরকম চমৎকার এবং ভাবনার খোরাক যোগানে পোষ্টে মন্তব্যটা দেখে একটু থমকে দাঁড়ালাম।এতো তত্ত্ব, এত বিশ্লেষন, এতো বুলি কপচেও আমরা আসলে সেই কলোনিয়াল হ্যাংওভারের মধ্যেই আটকে আছি।সেই পুরাতন জমিদারিত্ব আমাদের অন্তরের অন্ত:স্হলে এখনো সযতনে বহাল।সময় পেলেই ফোঁস করে বেরিয়ে আসে।
ইদানিং বিভিন্ন ঝক্কি ঝামেলায় ব্লগে তেমন লগ-ইন করা হয়না।মাঝে অফলাইনে থেকে এপাড়া-ওপাড়া ঢুঁ মেরে যায়।গড়ার্থে, সামহোয়ারইন আর সচলায়তনের ব্লগারদের পরস্পরের প্রতি তুচ্ছতাচ্ছিল্য, রেষারেষি উপভোগ করি।নিজের কাছে আমি অন্তত এইটুকু নিয়ে নি:সন্দিহান লেখার মান বিবেচনায় কিংবা পঠন-পাঠনে লেখাটি কোন ব্লগে প্রকাশিত সেটা আমার কাছে একেবারেই নগন্য।
সচলায়তনে গড়পড়তা হিসেবে বিভিন্ন বিষয় নিয়েই লেখা হয়।সবার লেখা না পড়লেই
অনেকের লেখাই নিয়মিত পড়ি; লেখকদের মধ্য ফারুক ওয়াসিফের লেখা নিয়মিত
না হলেও বেশিরভাগই পড়া হয়।এবং সেটা সমসাময়িক বিষয়াবলিতে তাঁর বিশ্লষনের দক্ষতার জন্যই।
আমি বিষয়টা নিয়ে জলঘোলা করতে চাইছি কিংবা আলুপোড়া খেতে চাচ্ছি; এমনটা হয়তোবা অনেকের মনে হতে পারে।
সুতরাং নিজের অবস্থান পরিস্কার করার যৌতিকতা ঘাড়ে বর্তায়। আমি নিজে বিশ্বাস করি ব্যাপারটা শুধু ফারুক ওয়াসিফ কিংবা অরুপ কিংবা সচলায়তনের মুখোমুখি দাড়িয়ে যাওয়ার বিষয় নয়।এই ঘটনার পরে হয়তোবাও সবকিছু স্বাভাবিক হয়ে আসবে; ফারুক ভাই হয়তোবা সচলায়তনে আবার লিখবেন।
কিন্তু মাঝে মাঝে এইযে ফোঁস করে উঠা, ব্লগারদের জানান দেয়া আমি এই ব্লগ চালাই;সুতরাং আমিই এর অধিপতি। হয় আমাকে মেপে কথা বলতে হবে নতুবা
নিজের রাস্তা দেখ।
জমিদারী এই মনোবৃত্তির কি আদৌ পরিবর্তন হবেনা!
ব্লগস্ফেয়ারে এই শ্যাডো জমিদারিত্বের অবসান চাই;সেটা সচলায়তনেই হোক কিংবা
সামহোয়ারইনেই হোক।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






