ফকির ইলিয়াস সরকারের ভারতসফর নিয়ে একটি পোষ্ট দিয়েছেনএকটি তুলনামূলক আলোচনা : খালেদা জিয়া ও শেখ হাসিনার ভারত সফর।মন্তব্য করতে গিয়ে দেখি আমার অনুমতি নেই।অনুমতি নেই কেন ব্যাপারটা নিয়ে আমি নিজেও নিশ্চিত না।যাহোক, উনার ব্লগ উনার ঘরবাড়ী।সেখানে কাকে ঢুকতে দিবেন আর কাকে দিবেন না সেটা উনার ব্যাপার।এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নেই।
তবে উনার পোষ্টের বিষয় নিয়ে এট্টু আলোচনার খায়েশ ছিলো।পোষ্টের শিরোনাম দেখেই এটুকু বুঝেছি, শেখহাসিনার ভারতসফরের সাফল্য নিয়ে উনি নিজেই দ্বিধাগ্রস্ত।তাই বিগত 'বি,এন,পি সরকারকে টেনে দেখাতে হচ্ছে হাসিনা সরকারের রিলেটিভ সাকসেস।ব্যাপারটি করুনাদায়ক; "তুমি অধম আমি তার চেয়ে তার চেয়ে একটু কম অধম"-এমন বিষয় আরকি!
ফকির ভাই আসেন।ভারত সফরের খুঁটিনাটি নিয়ে আসেন আলোচনা করি।আপনি যদি প্রকাশিত যৌথঘোষনাপত্র, স্বাক্ষরিত চুক্তি, সমঝোতা স্মারক থেকে প্রমান করতে পারেন, বাংলাদেশ লাভবান হয়েছে, কিংবা উইন-উইন সিচুয়েশনেও অবস্থান করছে, আমি আপনার কথা মেনে নেবো।এবং শেখ হাসিনার ভারতসফর নিয়ে যে পোষ্ট লিখেছি
সেটা ড্রাফ্ট করে ফেলবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



