ফেইসবুকে ঢুকেই দেখি পরিচিত এক পিচ্চির ভিডিও। গালিগালাজ দিচ্ছে। সেটার ভিডিও করা হয়েছে। ব্লগেও তার লিংক পেলাম।http://www.somewhereinblog.net/blog/mdtarikm/28997313 সেখানে কমেন্ট করতে যেয়ে মনে হল, এটাকে পোস্ট হিসেবে দিলেও খারাপ হয় না।
আই ডিএম থেকে ফেসবুকে ওর ভিডিও লিংকটা দিলাম। Click This Link
ব্লগে আমার প্রথম পোস্টে আমি এই মেয়েটার কথা লিখেছিলাম। Click This Link
এই মেয়েটা একেকজনকে একেক নাম বলে। খুব সম্ভবত তার সত্যিকারের নাম মৌসুমি।
মেয়েটাকে গত পরশুও দেখলাম। আর, আমি প্রথম যখন ভার্সিটিতে ভর্তি হই, প্রথম দিন ওর মুখে এই সব গালি গালাজ শুনেছিলাম। ব্যাপারটা ছিল এমন, ওকে টাকা দিলে আর কোন কিছু শিখিয়ে দিলে যে কাউকে যেয়ে ও তা বলে আসত।
ওকে এসব শিখিয়েছে নর্থ সাউথের কিছু ছেলে, যেটা আমি ওর থেকেই শুনি।
এই রেকর্ডটা এয়াইইউবি এর পোলাপান করলেও পিচ্চিকে গালি শিখাইছে নর্থ সাউথের কিছু পোলাপান। এই মেয়েকে নিয়ে একই ভিডিও আরও দশটা আছে, আমরা যখন অবাক হয়েছিলাম প্রথমবার সবাই আলাদা ভিডিও রেখেছিল একই জিনিসের। ওগুলো অবশ্য এখন নেই, পরে আর গুরুত্বপূর্ণ কিছু মন এহয় নি ব্যাপার টাকে।
এই পিচ্চী আর তার খালাত বোন হেনা বনানীতে একসাথে ভিক্ষা করে। দেখা হলে কোন কথা ছাড়া জড়িয়ে ধরে, যতক্ষণ না দশ টাকা দেই।
এই পিচ্চি আমার এক ফ্রেন্ডের কোলে এসে বসে থাকত সারাদিন, তখন অবশ্য একটু ছোট ছিল।
হমমমম, ওরে একটা ভাল কথা শিখাইছিলাম। বলছিলাম যে, টাংকিবাজ মেয়ে দেখলে সামনে যেয়ে বলে আসবা, " ব্রাশ ইউর টিথ "। এখন ওর খেয়াল আছে কি না জানি না। ভাল কথা মানুষের খেয়াল থাকে কম। ওরে গান শিখানোর চেষ্টাও করছিলাম, কিন্তু শিখে নাই। বাচ্চা মানুষ ত , স্থির হয়ে বসতে পারে না।
এখন রাস্তার ওই দিকে থাকে পিচ্চি, এই দিকে আর আসে না।
[কে জানি মাইনাস দিয়া গেল, কী জানি কি বুঝছে। কোন বাচ্চাকে না বুঝিয়ে আজেবাজে গালিগালাজ শিখানোটা নিচু মনের পরিচয় দেয়। আর যেসব পোলাপান মেয়েটাকে এসব শিখাইছে, তখন মেয়েটা আরও অনেক ছোট ছিল। খুব সম্ভবত তাকে আরও দুই বছর আগে এসব শেখানো হয়। আর আমাকে আবার কেউ ভুল বুইঝেন না। জীবনে বাচ্চাদের সামনে কোন গালিও দেই নাই, আর কাউকে গালি শিখানো ত দূরের কথা। যে মাইনাস দিল, সে আমারে কী ভাবছে সেই জানে।]
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



