এভাবে আসলে ঠিক চালানো যাচ্ছে না। আর, আমার মোটামুটি শেখা শেষ আগেই। অর্থাৎ যেতাম, কিছু মিউজিকাল শিট আনতাম এই ত। আমি মোটামুটি খুব একটা খারাপ বাজাই না। ভোর রাতে ফ্রী থাকি অথবা ইলেক্ট্রিসিটি চলে গেলে প্র্যাকটিস করার কিছুটা সময় হাতে পাই। তাই আমি ঠিক করলাম, আমি আর যাবো না। আসলে সব মিলিয়ে হল না। খুব এডভান্সড লেভেলের অনেক কিছুই হয়ত জানি না, কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নেবার মত পারি।
এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, তা হল, আমি ভায়োলিন শিখেছি ইন্টারন্যাশনাল স্টাফ নোটেশনে। অর্থাৎ বাংলা সরগমে না।
এখন, আমি যা খুঁজছি তা হল, ভায়োলিনের উপর ঢাকা শহরে বই পাবো কোথায়? আর, সেটা বাংলা সরগমে হলে হবে না। আর, বাংলা গানের স্টাফ নোটেশন কোথায় পাব?
নেটে আমি ঘেঁটেছি অনেক, ওখানে পুরানো মিউজিশিয়ানদের সিম্ফোনী পাওয়া যায়। এগুলি আসলে একটা সময় পর্যন্ত ভাল লাগে, কিন্তু পরে একম্পেনিয়ন ছাড়া বা সলো প্লেয়িং এ ঠিক জমে না। মানে, শ্রোতারা টেস্ট ধরতে পারে না।
বাংলা সরগম কে স্টাফ নোটে কনভার্ট করার বই বা টিউটোরিয়াল কেউ দিতে পারেন? কিছু রাগ আগে স্যারকে দিয়ে কনভার্ট করিয়ে রেখেছিলাম, সেগুলাই আপাতত বাজাচ্ছি। সিম্পফোনীর চেয়ে রাগ বাজানো লাখগুণ সহজ। এখন বাকি রাগগুলোর স্টাফ নোট এর উপর ঢাকায় কোথায়বই পাব?
হালকা গীটারও শেখা আছে আমার। আর, ছোট থাকতে হারমোনিয়ামও শিখতে হয়েছে কয়েক বছর !!! গীটারের স্টাফ নোটকে ভায়োলিনের স্টাফ নোটে কনভার্ট করাটা খুব সহজ হবার কথা। কিন্তু মিলছে না, কারণ ভায়োলিনে স্কোপ আরও অনেক বেশি। সেখানে তাই গীটারের সবগুলো স্টাফ নোট ইম্পলিমেন্ট করার পরও অনেক খালি জায়গা রয়ে যাচ্ছে। হয়ত,আমার নিজেরই ভুল হচ্ছে । যাই হোক, এব্যাপারে বইয়ের খোঁজ দিতে পারেন কেউ? কিংবা টিউটোরিয়াল কোথায় পাব?
বাংলা গানের (লেটেস্ট হলে ভাল হয়) স্টাফ নোট কোথায় পাব? কেউ ধারণা দিতে পারেন?
আমার ভায়োলিনের ছবিটা দিলাম।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



