ব্লগার সাইফ হাসনাত এই বিষয় নিয়ে কয়েকটা পোস্ট দিয়েছেন(Click This Link), আপনারা অনেকেই হয়ত দেখেছেন। আমি ব্যাপারটা নিয়ে আবারও সবার কাছে বলতে চাইছি।
২৫ জন লেখক দরকার। ৮০-১২০ পৃষ্ঠার বই হবে। একেকজন পাবেন ৩-৪ পৃষ্ঠা। ফন্ট সাইজ আমি ১২ রাখার পক্ষে। একজনের বোধহয় খরচ হবে ১২০০ টাকার মত।
একুশে বইমেলায় আমাদের কারও লেখায় একটি বই ছাপা হলে ব্যাপারটা কী খুব খারাপ দেখাবে? কারও কী খারাপ লাগবে?
ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত প্ল্যান দরকার। এই লাইনে কারও আরও ভাল পরিচিত লোক বা অভিজ্ঞতা থাকলে তা যদি শেয়ার করেন, খুবই ভাল হয়।
এখন পর্যন্ত যারা সাথে আছেন, তারা হলেন আকাশ_পাগলা, আমড়া কাঠের ঢেকি, পদ্মা, অহিদ০০৭, চোখের বালি, এস বাসার, সেবু মুস্তাফিজ, লালসালু, শাসমীর, ইমির, ধ্রুব তারা, ফ্লাইংডাচম্যান, জীবনানন্দের ছায়া, এডভোকেট(২টা নিবেন), শামসীর, হোসাইন১৯৫০, রাজন, এনোনিমাস এবং সাইফ হাসনাত।
আপনারা সবাই প্ল্যানে অংশ নিন আর আরও বেশি বেশি প্রশ্ন করেন বা সাজেশন দেন।
সাইফ হাসনাত তার মোবাইল নং দিলে খুশি হব। আপনারা যারা আগ্রহী, তাকে কল দিয়ে আরও বিস্তারিত জানতে পারেন। তার মেইল এড্রেস [email protected] , আগ্রহীরা এখানেও সাইফ হাসনাতকে মেইল করেও প্রশ্ন করতে পারেন।
ভাল হবে সবাই মিলে যদি প্ল্যান দাঁড়া করাতে পারি।
সাইফ হাসনাত বলেছেন: অবশেষে একটি চুড়ান্ত প্ল্যান দাঁড়ানো করানো সম্ভব হলো।
আগেই জানানো হয়েছে বইটি হবে ছোট গল্পের সংকলন। বইটি ৮০-১২০ পৃষ্ঠার হবে। তা-ই, বইটি হচ্ছে ১১২ পৃষ্ঠার।
মানে ৭ ফর্মার। (১ফর্মা=১৬ পৃষ্ঠা)। আমাদের লেখা থাকবে ১০৮ পৃষ্ঠাজুড়ে।
কাগজ হবে- ৭০ গ্রাম অফসেট।
বাঁধাই- গোলপুট/জুস।
প্রচ্ছদ হবে চার রঙা। ল্যামিনেশন- ম্যট।
প্রকাশককে আমাদের দিতে হবে পুরো ৩০ হাজার টাকা। যা আমরা সকলে (২৫জন) ভাগ করে পরিশোধ করবো। প্রত্যকের আসে ১২০০ টাকা করে।
বিনিময়ে আমরা পাবো ৩০০টি বই। প্রত্যেকে ১২টি করে।
বাজারে বইয়ের মূল্য হবে ১৫০ টাকা। তবে এখান থেকে আমরা কিছুই পাবোনা।
এই বইয়ে লেখার জন্য আমরা কোনো রয়ালিটি পাচ্ছিনা। এটা শুধু এতোটুকু হবে- নিজের নামে একটি বই। যা আমাদের অনেকের লেখক জীবনের শুরু!
তো ইতিমধ্যে আমাদের ১৬/১৭ জন লেখক আমাদের সাথে আছেন। আপনি যদি সব জেনে আমাদের সাথে অংশগ্রহন করতে চান, তো আমাকে মেইল করে আপনার ফোন নাম্বার দিন। আমার মেইল এড্রেস- [email protected]
প্রকাশনীর সাথে আমার আলোচনা হয়েছে। তবে ব্যবসায়ীক কারণে এখানে প্রকাশনীর নামটা গোপন রাখা হলো। যারা আমাদের সাথে অংশগ্রহন কনফার্ম জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
করবেন, তাদেরকে মেইল করে জানানো হবে... আবারো ধন্যবাদ...
সবাইকে অনেক ধন্যবাদ…
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





