কম দামে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই। আপনাদের পরামর্শ দরকার।
দামী গাড়ি নিয়ে অনেক কিছু জানি। গাড়ির রেইস নিয়েও আমার অনেক আগ্রহ। কিন্তু বাংলাদেশের রাস্তায় যখন চালানোর কথা ভাবি, একমাত্র ট্রাক ছাড়া আমি আর কিছুতেই ভরসা করি না। এরপরও গাড়ি একটা নিতে হবে। বহু চেষ্টার পর বাসায় অবশেষে গাড়ির ব্যাপারে রাজি হয়েছে। কিন্তু বাজেট খুবই কম। মাত্র ১০ লাখ। নতুন গাড়িতে যেহেতু সিএনজি কনভার্শনের পারমিশন পাওয়া যাচ্ছে না, তাই সেকেন্ড হ্যান্ড গাড়িই ভরসা।
১) গাড়ি কেনার সময় ঠিক আছে নাকি ভাল কী করে বুঝব? ড্রাইভারগুলা কতটুকু ভাল বুঝে? পাইলট আর এরোনটিকাল ইঞ্জিনিয়ার এক হল নাকি? তাহলে উপায়? গাড়ি কেনার সময় কী কী দেখব?
২) সেকেন্ড গাড়ি কিনতে যেয়ে কেউ বিড়ম্বনার শিকার হয়েছেন কী? আগাম সতর্ক করলে কৃতজ্ঞ থাকব।
আমি কার হাট আর পরিচিত লোকদের মাঝে খুঁজে কয়েকটা গাড়ির মডেল পেয়েছি। সাথে সম্ভাব্য দামও দিয়ে দিচ্ছি। আপনাদের পরামর্শ খুবই দরকার।
আমার বাসার সামনে বেশ পানি জমে (আগে জমত না। এই এলাকা যথেষ্ট উঁচু। কিন্তু ড্রেইনেজ সিস্টেম ভেঙ্গে পড়ায় পানি জমে থাকে)। রাস্তা ঘাটও ভাঙা (বানানো হয়েছে ১ বছর হবে)। সুতরাং পলকা গাড়ি নিলে হবে না।
এমন গাড়ি সবচেয়ে পছন্দ যেটা গ্যাস/তেল সবচেয়ে কম খায়।
Toyota AC Limited
Model 94, Registration 99, cc- 1500, S13
Probox
Model 03, Registration 07, cc- 1500 Price= 885,000
Starlet
Model 96, Registration 02, cc 1300, Price = 686,000
Pro Gl
Model 2004, Registration 2008, cc 1500, Price= 990,000
XE Saloon Corolla
Model 96, Registration 2002, cc 1500, Price = 825,000
Carina II
Model 96, Registration 01, cc 1500, Price = 895,000
T. Corsa
Model 98, Registration 2002, cc 1331, Price 710,000
ULX
T-Succeed
Model 2003, Registration 2006, cc 1500, Price 930,000
৩) এগুলার মাঝে কোনটা ভাল হবে? কোনটার পার্টস এভেইলেবল? টয়োটা নিয়ে আমার কোন অবসেশন নাই। কিন্তু এর মডেল গুলাই বেশি নেয়া হয়েছে কারণ আমি শুনেছি টয়োটার পার্টস সবখানে খুব এভেইলেবল।
৪) আপনার পরিচিত কারও ভাল গাড়ি বিক্রি করার জন্য থাকলে জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



