আজ বিকেলে বসে আছি আন্দোলনে । শুরুর দিনটিতেও গিয়েছিলাম । প্রথম দিন দাবি ছিল একটা । ''ফাঁসি ফাঁসি ফাঁসি চাই । রাজাকারের ফাঁসি চাই । " একটি যৌক্তিক দাবি । ৩০০ এর অধিক মানুষ কে হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও একজন মানুষের মৃত্যুদণ্ড কেন দেয়া হল না ।
মাঝখানে একদিন গেলাম । অনেক দলের অনেক সুবিধাবাদীরা হয়তো এসেছেন সেটা ব্যাপার না , ব্যাপার হলো আমার দাবির বাস্তবায়ন ।
আজ গেলাম । আজ আমার কিছু প্রশ্নের তৈরি হোল এবং এই প্রশ্ন গুলো করার পর একজন সাধারণ মানুষ আমাকে রাজাকার নাই ভাবতে পারেন কিন্তু একজন লীগার ভাবতে পারেন সেটা নিয়েও আমার সমস্যা নেই কারন আমার বয়স ১৮ ।
আমি একজন নাস্তিক , তবুও প্রতিটি ধর্মের প্রতি স্রদ্ধাশীল মনোভাব পোষণ করি বলে মনে হয় । যাই হোক , প্রশ্ন গুলোতে চলে আসি ।
১।
নামের শেষে ইসলামী থাকা মানেই কি রাজাকার ?
২।
আওয়ামী লীগ কেন এতো বছরেও ধর্ম ভিত্তিক রাজনীতি নিষেধ করলো না ? তার সমস্যা টা কোথায় ? আবার কি একই লেবু কপচানো এবং ভোট চাওয়া ?
৩।
আমার আন্দোলন রাজাকার দের ফাসির দাবিতে । ইবনে সিনা , কিছু বিশ্ববিদ্যালয় , কিংবা আমার দেশ, ইসলামী ব্যাংক এগুলোর বিরুদ্ধে আন্দোলন কেন আসলো ?
পক্ষে যুক্তি - এরা অর্থায়ন করছে ।
বিপক্ষে যুক্তি - ইবনে সিনা , ইসলামী ব্যাংক হাসপাতাল এরা অসংখ্য মানুষকে অনেক কম মূল্যে সেবা দিয়ে আসছে । এরা কি ক্ষতি করল ? এদের ক্ষতি করার শক্তিটাই কোথায় যদি এই সরকার চায় রাজাকারদের ফাঁসি দিতে ?
৪।
সমস্ত অন্যায় এর প্রতিবাদ ই যদি এই আন্দোলনের উদ্দেশ্য ও মানবতা বিরোধী কাজের প্রতিবাদ করা হয় তাহলে শিবির যেমন রগ কাটে , লীগ ও তেমনি বিশ্বজিতরে কোপায় । ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিটি কেন তোলা হয় না ?
সবার আগে এবং সবকিছুর পরেও দাবি একটাই ।
"রাজাকারের ফাঁসি চাই "
আমাকে যাই বলেন আগে প্রশ্নের উত্তর দেবেন আশা করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



