বিষণ রকম গরম ,
রম্য লিখতে গিয়া আমার
করতে আছে শরম।
জানা আপার প্রোফাইল ব্লগে
সার্চ কইরাও পাইনা,
কত কথা বলার ছিল
প্রকাশ করতে চাইনা।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপায় ব্যাস্ত খুব
এক্সাম আর কামে
মাঝে মাঝে কমেন্ট করে
হাজিরা দেয় চামে।
আরজুপনি আপু নাকি চুলার পারেইথাকে
সংসারের চাপে আছে
কোথাও পাইনা তাকে।
পুড়ান কালের প্রতিশোধ
নেয় সারা জীবন ব্যাপী
চাডিগার মেয়ে মোদের
সালমাহ্যাপী
প্রতিদিন অনু কাব্য
প্রেম আভিমান নিয়া
বড় বেশী তালে আছে
রীতিমত লিয়া ।
দিবা স্বপ্নে ডুবে থাকে
চোখ খোলে সব ফিকা,
চাপে তাপে জীবন গেল
তবু নাকি সুখেই আছে গ্রাম্যবালিকা ।
বেগম রোকেয়ার ছায়া
অনীনদিতা আপায়,
কাম কাইজ থুইয়া
ব্লগে গল্প লিখা ছাপায়।
মাস্টরনি শায়মা আপু
কাচ্চা বাচ্চা পড়ায়,
চরম ফাপরে আছে
যায়না মনির চাপায়।
কাকন আপা বসে আছে
জিলাপির পোটলা নিয়া,
বুদ্ধির ওযে রঙ থাকে
বুজলাম তার পোষ্ট -এ গিয়া।
প্রিয়তমেষূ আপু নাকি
চিন্তায় মরে,
ঢাকা শহরে এত মানুষ
থাকে কি করে।
লাবনী আক্তার আপু
রাগে ছিরে চুল ,
সমবয়সী পোলা কয় আন্টি
ভুল সবি ভুল।
আজ আমি কোথাও যাবো না আপু নাকি
সারাদিন করে টই টই ,
ইন্টার নেটে পড়ে
কত শত বই।
কত দিন দেয়না পোষ্ট
শোশমিতা আপু এটাকি ঠিক?
তবে তিনি ভাল নাই
খুব নাকি সিক।
বাদ গেলেন যে আপুরা
মাফ করে দেন,
আপনাদের নিয়েও লিখব
না খাই যদি ব্যান।
১ম পর্ব ভাইয়া ভার্সন, যারা মিস করেছেন তাদের জন্য
***** ভুল হইলে না মাইরা বুঝাইয়া দিয়েন**** মাইর খুব ভয় পাই, আম্মুর হাতে অনেক মাইর খাইছি জীবনে***** খুব ব্যাথা লাগে********
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




