সময় এতো দ্রুত যায়!! অবাক লাগে !! আমি ৪ বছর ধরে সামুতে আছি
আমি মোটেও খুব ভাল লিখতে যানিনা, আর কমেন্ট করার ক্ষমতা ও খুব নিম্ন মানের। তবু নিজেকে ব্লগার ভাবতে কেন যানি ভালো লাগে, আর অবশ্যই সামুর ব্লগার।
শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখাতেই আমার আনন্দ। খুব বেশী ভাল না লাগলে কোন লিখায় কমেন্ট করিনি। আর পোস্টের কথা যদি বলেন ৪বছরে ৬৯ পোষ্ট( গরীব ব্লগার
যদি নাম লিখে কৃতজ্ঞতা জানাতে চাই, তাহলে হয়তো এই পোষ্ট এর দৈর্ঘ সামুর সিমানা অতিক্রম করে যাবে। সামুর সকল ব্লগারকে আমার হৃদয়ের গভীর হতে ভাল বাসা এবং শুভ কামনা যানাই। চার বছর ধরে আমাকে সহ্য করেছেন সে জন্য ধন্যবাদ ( যদি কাউকে বেশী বিরক্ত করে থাকি তবে সরি)।
আজকে আমার ব্যক্তিগত ঝামেলা থাকার কারনে আগামি কাল সন্ধ্যে ৬টায় বনানি স্টার কাবাবে পার্টি দিতে চাই । সবাই আসতে পারেন। মন থেকে আমন্ত্রণ যানাচ্ছি (কাচ্চি না খাওয়াই এটলিস্ট সবাইকে চা খাওয়াতে পারব
সো নো হাঙ্কি পাঙ্কি সবাই চলে আসেন খুব খুসি হবো
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



