somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা( ৩য় পর্ব)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৃদয় ছোঁয়া কি আর অত সহজ, হৃদয় কিন্তু ছোঁয়া যায় কখনো কখনো!! হাজার রঙের মানুষ দেখেছি, কিন্তু মন দেখেছি হিসেব ছাড়া। একই মনের অনেক গুলু রঙ।




৩য় পর্বে একটু ভিন্নতা আনতে চেয়েছি, সিরিয়াস + মজার একটা খিচুরি টাইপ ব্যাপার। জানিনা আপনাদের কেমন লাগবে। কেউ কেউ বলছিলেন ৫০ টা করে দিলে ভাল হয় , কিন্তু আমার মনে হয়েছে ৫০ টা বেশী হয়ে যায়!!? তবু একবার ট্রাই করলাম দেখি আপনারা কতটা বিরক্ত হন। :)




(১)অচিন....ঃ
আচ্ছা, এই ব্লগের মালিক কে... আমি নাকি জানা'পা

(২)ঘুড্ডির পাইলটঃ

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।
আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন।
(আমি কিন্তু আমার গল্পের চাইতেও বদ ! ঘাড়া ঘাড়ির অভ্যাস ছোটকাল থিকা। ক্যাচালের ধান্দায় কেউ আমার ব্লগে প্রবেশ করলে , তারে খুইজা বাইর কইরা ঘাড়ানি দিতে বেশি টাইম নিমুনা। মনে রাখবেন সামুর সবচাইতে বদ মানুষের ব্লগে আপ্নি প্রবেশ করেছেন। )


(৩)তারছেড়া লিমনঃ

জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা.....

(৪)প্রিন্স হেক্টরঃ

ক্যাচাল করতে চাইলে পূর্ন প্রস্তুতি লইয়া আইসেন। পরে ব্লেম করা চলবে না। আমি ভদ্র ব্লগার, তয় ছাগু আর ত্যানাপ্যাচানো পুলাপান দেখলে মাথা গরম হইয়া যায়।

(৫)সবুজ স্বপ্নঃ

থলের বিড়াল খুজতেছি

(৬)ভুং ভাংঃ

╬╬╬╬ দুনিয়াডা হুদাই ! ╬╬╬╬

(৭)জাওয়াদ তাহমিদ(আধ খানা ইঞ্জিনিয়ার!!)

সিরিয়াস কথাবার্তায় মন নাই। ফাইজলামি বেশি পছন্দ করি।

(৮)খায়ালামুঃ

যে নামই দেই সেটাই 'নট এভেইলেবল' !! রেগেমেগে-খায়ালামু !!

(৯)নাহোলঃ ( ভালো হইয়া গেছি গো.)

মানুষ বড়ই সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত!

(১০)হাসানুরঃ

I am a Muslim Bloger not a Atheist !

(১১)মদনঃ

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

(১২)চেয়ারম্যান০০৭ঃ

যদি ও চেয়ারম্যান আমি ,টিন চুরি করিনা সো কারো ধার ধারি না :)

(১৩)লিন্‌কিন পার্কঃ (আমার সবকিছুতেই মাথা নষ্ট -_- !!)


বর্তমানে কমেন্টার হিসেবে আছি :))


(১৪)মশার কয়েলঃ

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

(১৫)স্বর্ণমৃগঃ

খুব ই সাধারণ একজন মানুষ।
কিন্তু কাছের কিছু মানুষের কাছে আমি শাখামৃগ থুক্কু! স্বর্ণমৃগের মতই দামী!

(১৬)লিচপেথঃ

যখন কোন মানুষ অতিরিক্ত হাসে , অকারনেই কোন খারাপ দিক দেখেও হাসে তাহলে সে ভিতরে অনেক একাকীত্ব বোধ করে

(১৭)অশ্রুহীন মনঃ

মানুষের দেয়া শাস্তি থেকে মানুষ বাঁচতে পারে, পালাতে পারে, উচ্চ আদালতে সে আপিলও করতে পারে। কিন্তু প্রকৃতির দেয়া শাস্তি থেকে মানুষ কোন দিন বাঁচতে পারেনা, কোথায় পালাতেও পারে না, কোন আদালতে আপিল করতে পারেনা...........

(১৮)রাসেল ( ........)ঃ

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

(১৯)ম্যাক্সমিরস্লাভঃ

আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন ।

(২০)হাইড্রোজেনঃ

I cannot give you the formula for success, but I can give you the formula for failure--which is: Try to please everybody.

(২১)অন্ধকার রাজপুত্রঃ

চোখের দেখায় দেখছ যাকেহয়তো কোন মরীচিকা, আঁধার পথেখুঁজছ যাকে হয়তোকোন বিভীষিকা। তাই বারণ করি বারে বারে এসো না এই অন্ধকারে হৃদয় যে মোর কৃষ্ণগহ্বর হারিয়ে যাবে চিরতরে...........

(২২)রুপসী বাংলাঃ


সব ই মায়া, মায়ার বেড়া জালে আমরা জড়িয়ে আছি আষ্টে পিষ্টে। মুক্তি নেই.........

(২৩)শরীফ মহিউদ্দীনঃ

‘মিনিষ্টার’ শব্দের মূল অর্থ ভৃত্য। বাঙলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পড়ে

(২৪)সৌরভ ঠাকুরঃ

জীবনটা বড়ই প্যাঁচ খাওয়াইন্না! সিরাতুল মুস্তাকিম বানাইতে চাই.।

(২৫)সঞ্জয়ওঝাঃ

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ।তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।



(২৬)নির্বাসন এ একাঃ

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় না
হ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না।

(২৭) শাহরিয়ার নীলঃ

আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।


(২৮) কামরুল ইসলাম (সুমন)ঃ

জীবনকে সহজ ভাবে নেয়া উচিত , জীবন থেকে তো আর জীবিত বের হতে পারবেন না so never take life seriously

(২৯) আজরাঈল আমিঃ

বান্দরের বাঁদরামি, ফাজিলের ফাইজলামি, ইবলিশের জাউড়্যামির ও একটা লিমিট থাকে। কিন্তু আমার মত আজরাঈলের কুনো লিমিট নাই। কারন আমার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই। আমি নরমের ভক্ত শক্তের জম।

(৩০) ত্রিভকালঃ

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম ....

(৩১) দিপঃ(বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!)

I always tell the truth. Even whn I lie.

(৩১) তাজা কলমঃ

আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস

(৩২) শাহজাহান সাঈফঃ

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

(৩৩) ইমোশনঃ

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন ।

(৩৪)ইমতিয়াজ ইমনঃ (কবিতায় শুরু কবিতা শেষ)

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

(৩৫) আরিফ্ ৯১ঃ

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

(৪০) একজন আরমানঃ

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !

(৪১) ভুল উচ্ছাসঃ

তার ফিরে আসা উপলক্ষে চলো আজ মধু পান করি, পান করি উষ্ম আলিঙ্গন !!

(৪২) প্রিন্সেস ফিওনাঃ

মানুষের জীবনে পরাজয় তখনই হয়, যখন সে পরাজয় বরণ করে নেয়...
(৪৩) ডানাহীনঃ

আমি ভাবতে চাই শান্তভাবে নিস্তব্ধতায়, সুবিস্তৃত পটভূমিতে, নির্বিঘ্নে, নিদ্রাতুর চেতনে, এক থেকে অন্য আরেকটিতে ছলকে যাব বলে, কোন প্রতিকুল বা প্রতিবন্ধক অনুভুতি ছাড়াই , ডুবে যেতে চাই গভীর থেকে গভীরতায়, পায়ের তলা থেকে বহুদুরে, নির্মম পৃথক বিচ্ছিনতায় ...

(৪৪) ফেরদৌসী কবীরঃ( ভালবাসা বড়ই সংক্রামক জিনিস। )

আমি বুড়া,তুই বুড়ী।
চল দুজনে মিলে সংসার করি।
আমি তোর পাকা চুল তুলবো, তু্ই আমার চশমা খুঁজে দিবি।

(৪৫) রোজেল০০৭ঃ (শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........)

সাদা কুয়াশা জ্যোস্না রাত দেয়ালে তোমার ছায়া আমি !!

(৪৬) নাজমুল নয়নঃ

হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...

(৪৭) পুরানপাপী (শুধু চেহারা বদল)ঃ (মাথা ব্যাথা সারাতে মাথা কেটে ফেলা উচিৎ)

জীবন সত্যিই পিকুলিয়ার:)

(৪৮) আদম_ঃ

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

(৪৯) শর্বরী-শর্মীঃ

নাস্তিক "প্রভাষক"-এর ঘরণী! নিজের আস্তিকতা নিয়েই সুখে আছি, জ্ঞানী হতে রাজী নই।

(৫০) মোঃ আলাউল হক সৌরভঃ

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!!



১ম পর্ব যারা মিস করেছেন
২য় পর্ব যারা মিস করেছেন
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৯
৬৮টি মন্তব্য ৬৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। রেজওয়ানা চৌধুরী বন্যা ও পদ্মশ্রী পুরস্কার

লিখেছেন শাহ আজিজ, ২৩ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৬



এ বছরের পদ্মশ্রী (ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা) পদকে ভূষিত করা হয়েছে, বাংলাদেশের রবীন্দ্র সংগীত এর কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে।

আমরা গর্বিত বন্যাকে নিয়ে । ...বাকিটুকু পড়ুন

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব... ...বাকিটুকু পড়ুন

রম্য : মদ্যপান !

লিখেছেন গেছো দাদা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩

প্রখ্যাত শায়র মীর্জা গালিব একদিন তাঁর বোতল নিয়ে মসজিদে বসে মদ্যপান করছিলেন। বেশ মৌতাতে রয়েছেন তিনি। এদিকে মুসল্লিদের নজরে পড়েছে এই ঘটনা। তখন মুসল্লীরা রে রে করে এসে তাকে... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

×