আমার আদর্শ হইল জিয়া পরিবার। এই পরিবারের কর্তাকে কেউ কেউ আদর করে সৎ খুনী ডেকে থাকেন ! সৎ খুনী কেন ডাকা হয় তা দয়া করে জিগাবেন না !! এখন কথা হইল এই পরিবার আমার আদর্শ হওয়ার কারণ কি? কারণ জানতে চাইলে একটু ফ্ল্যাশ ব্যাকে যাইতে হইবেক ! জিয়া সাব যখন মারা/নিহত হলেন (কেউ কেউ আবার আদর করে শহীদ বলে থাকেন) তখন কথিত আছে যে তিনি তাঁর পরিবার আই মিন বেগম জিয়া, তারেক ও কোকোর জন্য কিছুই রেখে যান নাই (কেন সৎ খুনী বলা হয় বুঝে আসছে
১. জরুরি ভিত্তিতে ১০ লক্ষ টাকা নগদ মঞ্জুরি
২. এক টাকা দামে ঢাকায় অভিজাত এলাকায় বাড়ি (আগে লোকে শখ করে হাওয়া ভবন বলিত)
৩. ২৫ (!) বৎসর না হওয়া পর্যন্ত তারেক কোকোর দেশের বাইরে এবং ভিতরে সব খরচ এবং প্রতি মাসে মাথাপিছু ১৫০০ টাকা ভাতা ।
৪. তাদের পরিবারের ৩ সদস্যের দেশের বাইরে এবং ভিতরে সকল খরচ সরকারের !
৫. সরকার গাড়ি দিবেন এবং ড্রাইভার ও তেল সরকারি !
৬. এই পরিবারকে টেলিফোন বরাদ্দ দেওয়া হবে এবং তাও সরকারের খরচ, বিল সহ !!
৭. বাড়ির গ্যাস, পানি, বিদ্যুৎ বিল সরকারের !!!
৮. খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারি ও মাত্র পাঁচ (!) গৃহ ভৃত্যের খরচ ও সরকারের !
* তো এমন একটা পরিবার যাঁদের কিছুই ছিল না, সেখান তারা আজ যে পশিসনে এসছে, সে যে ভাবেই হোক না কেন , অবশ্যই সকলের আদর্শ হওয়ার দাবি রাখে *
আর এই পরিবার সারাটা জীবন সরকার তথা জনগণের টাকায় চলে এসেছে, সো আজকে এসেও যদি সেই জনগণের টাকা খায় তাতে তো কোন সমস্যা দেখি না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




