somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার বাংলা প্রতিষ্ঠায় একটি আহবান

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নেই , কারন জনগনি তৈরী করে রাজনীতিবিদ আর অর্থনীতির ভিত্তি । জাতীয় মানোসিকতা একটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশের জন্যে দায়ী থাকে । তাই সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় জনগনের ঐক্যের বিকল্প নেই ।একটি বিশাল নেটওয়ার্ক একটি সুন্দর সমাজের নিশ্চয়তা দেয় । সমাজে যারা ভালো কিছু করতে চায় , এমন সেরাদের নিয়ে একটি শক্তিসালী দল তৈরী করা আমাদের লক্ষ্য । আমাদের দলটির বিস্তৃতি হবে পুরো পৃথিবীব্যাপী । রাজনীতি , ধর্মীয় , কৃষি , স্বাস্থ্য , আর্তের সেবা , সংস্কৃতি , অর্থনৈতিক , পর্যটন , খেলাধুলা , শিক্ষা , নিরাপত্তা , পররাষ্ট্র সহ সমাজের সর্বক্ষেত্রে মানবকল্যান মুখী উদ্যেগকে সামনে এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো ।
আমাদের হাত ধরেই একটি নতুন সভ্যতার সূচনা হবে , যেখানে থাকবে না কোন ঘৃনা , বৈষম্য আর অশান্তি ।
সত্য ও সুন্দর প্রতিষ্ঠার নেশায় , নিত্য সেখানে আনন্দ উৎসব হবে ।
সম্মানিত সুধী ,
আপনি কি মানবকল্যান মুখী কিছু করতে চান ? এই পচন ধরা সমাজটিতে চান কি আপনার আশীর্বাদের আলো ছড়িয়ে দিতে ? তাহলে আমরা “সোনার বাংলা” আছি আপনার সাথে । আপনি যেই কাজটিতে সেরা , সেটি নিয়ে আমাদের আন্দোলনে যোগ দিন , আসুন একটি সুন্দর পৃথিবী তৈরীতে অবদান রাখি ।
সোনার বাংলার লক্ষ্য ও উদ্দেশ্য-
** বিষমুক্ত সুস্বাদু টাটকা সবজি , মাছ , মাংস , দুধ , ডিম ,ফল ও বনাজী ঔষধ উতপাদন ও সরবারহ করে সুস্বাস্থ্য
নিশ্চিতকরন ও কৃষকের ন্যায্য মুল্য প্রাপ্তি নিশ্চিত করা ।
** দেশপ্রেমিক রাজনীতিবিদের পক্ষে গনসংযোগ –
দলমত নির্বিশেষে এলাকার সবচেয়ে ত্যাগী , যোগ্য , দেশপ্রেমিক সৎ রাজনীতিবিদের পক্ষে জনগনকে সচেতন করা ।
** ব্যবসা বানিজ্যের প্রসার-
নির্দিষ্ট পন্য নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌছে দেয়া , চাহিদা অনুযায়ী সঙ্গে সঙ্গে যোগান দিয়ে বাজার ধরে রাখা ।
ভোক্তার সন্তুষ্টি বিধানে- উতপাদনকারী , সরবারহকারী ও বাজারজাতকারীর মধ্যে সমন্বয় সাধন ।
বাংলাদেশের সেরা পন্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা । নিত্য নতুন চমক , আইডিয়া ও বৈচিত্র দিয়ে
আকর্ষনীয় বাজার তৈরী করা । পরিবেশ বান্ধব পন্যের প্রচার ও প্রসার ।
** বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগ-
ব্যবসা বানিজ্য আরো সহজ ও জবাবদিহি মূলক করার জন্য এর সর্বক্ষেত্রে প্রযুক্তির সঠিক প্রয়োগ ।
তথ্য সহজলভ্যতার জন্য ডাটা সেন্টার নির্মান , যাতে চাওয়া মাত্র তথ্য পেয়ে উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যহত রাখা
যায় ।পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার ।
** শিক্ষা ও প্রশিক্ষনের সর্বোতকৃষ্ট সুবিধা যুব সম্প্রদায়ের মাঝে তুলে ধরা , যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে ।
** মানবধিকার প্রতিষ্ঠা কল্পে সামাজিক সংকটের বাস্তবচিত্র গনমাধ্যমের কাছে তুলে ধরা ।সরকারী-বেসরকারী নিপীড়নমুলক
আচরনের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ গড়ে তোলা ।দরিদ্র জনগোষ্ঠিকে বিনামূল্যে আইনী সেবা প্রদান । অসহায় বৃদ্ধ , মা
ও শিশুদের পুনর্বাসন ।বিবাহ প্রথার প্রসারের মাধ্যমে ব্যভিচার নির্মুল ।
** পরিবেশ দুষনকারীর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা । আন্দোলনকারী সংগঠকদের সাথে একাত্মতা পোষন করা।
** প্রতিটি ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা । সুস্থ্য জীবন দর্শন
(সার্বোজনীন প্রেম ধর্ম)এর চর্চার মাধ্যমে উন্নত মানোসিকতা অর্জন ।ধ্যান চর্চা কেন্দ্রের মাধ্যমে সুস্থির মনের গঠন ।
বই ও মুভি লাইব্রেরীর মাধ্যমে সমাজে জ্ঞানের আলো বিতরন ।
** চাকুরী প্রদানকারীদের সৎ ও যোগ্য কর্মীর সন্ধান প্রদান ।
** সুস্থ্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সাবলীল মানোসিকতা তৈরী ।খেলা-ধুলার টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শক্তিসালী
মানোসিকতা তৈরী ।
** সেবা-খোজকারীর সাথে সেরা সেবা-প্রদানকারীর মধ্যে যোগাযোগ সাধন ।
** বাংলাদেশের ভূ-প্রাকৃতিক সৌন্দর্য বিদেশীদের কাছে তুলে ধরা এবং তাদের সাথে , প্যাকেজ সেবা প্রদানকারী সেরা
প্রতিষ্ঠানের যোগাযোগ সাধন ।
** মানবকল্যান মুখী বিষয়গুলোর আরো উন্নতিকল্পে গবেষনা কার্য পরিচালন ।
** সমাজকল্যানের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত সমস্ত সংগঠনের সাথে একাত্মতা পোষন ।











সোনার বাংলার নীতিমালা ও কর্মপদ্ধতি-
এটি একটি নেটওয়ার্ক প্লাটফর্ম , যেখানে মানবকল্যান মুখী সমাজের প্রতিটা বিষয় আরো সুন্দর ভাবে বিকসিত হতে পারবে ।
দুটি অচেনা ব্যক্তি একজন আরেকজন কে চেনে না , অথচ তাদের প্রজেক্টের উন্নতি কল্পে সম্পর্ক তৈরী করা খুবই জুরূরী , এই সম্পর্ক তৈরী করে দেয়ার কাজটি করে দেবে সোনার বাংলা ।
সমাজকল্যানের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত যে কোন সংগঠনের সাথে সোনার বাংলা একাত্মতা পোষন করবে ।
পেশা অনুযায়ী প্রতিটি সদস্যের পুর্নাংগ তথ্য অনলাইন ও অফলাইনে সংরক্ষন করা হবে । সুধুমাত্র রেজিষ্টার্ড সদস্যবৃন্দ তার পছন্দ অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারবেন , পৃথিবীর যেকোন প্রান্তে বসে ।
প্রতিটি বিভাগ , শাখা বিভাগের নিজস্ব হট ফোন নাম্বার , ইমেইল , ফেসবুক গ্রুপ থাকবে ,সোনার বাংলার সাব ডোমেইন ওয়েব পেজ থাকবে ।এর সাথে সোনার বাংলার প্রধান সমন্বয়কারীর ফোন নাম্বার , ইমেইল , সোনার বাংলার মূল ওয়েব পেজো থাকবে ।
পেশার ওপর ফোকাস করে রেজিষ্ট্রেশন পক্রিয়া অনলাইন ও অফলাইন দুই ভাবেই সম্পাদিত হবে । রেজিষ্ট্রেশন ফি মাত্র ১০ টাকা ।
সমস্ত কাজ ইংলিশ বাংলা দুই ভাষার সমন্বয়ে সম্পাদিত হবে ।
প্রাথমিক অবস্থায় পাঠাগার গুলো হবে সোনার বাংলার প্রশাসনিক কার্যালয় ।
একাধিক বিভাগ থাকবে আবার সেই বিভাগেরও একাধিক বিভাগ থাকবে , একটি বিভাগ সতন্ত্র থাকতে পারে আবার একাধিক বিভাগের সাথে সমন্বয় সাধন করে সে কাজও করতে পারে । যেমন- 1. Management Board , 2. Business , 3. Politics , 4. Religion & Philosophy , 5. Welfare , 6. Research , 7. Sport , 8. Culture , 9. Technology 10. Education
1 . Management Board :
এর একাধিক বিভাগ , যেমন- Governing Body , Operational Body , Associate body
Management Board এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ ।
একজন সম্মানিত ব্যাক্তি যিনি সমাজের সর্বস্তর থেকে সম্মানিত , তিনি Governing Body এর সভাপতির পদ অলংকৃত করবেন । তার সাথে আরো ১০ জন সম্মানিত ব্যাক্তিত্ব উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন । উপদেষ্টা মন্ডলীর সংখ্যা পরবর্তিতে প্রয়োজনানুযায়ী বাড়তে পারে । সোনার বাংলা পরিচালনায় , অর্থ সংস্থানে তারা সহায়তা করবেন ও তাদের নির্দেশে সমস্ত প্রজেক্ট পরিচালিত হবে ।
Operational Body গঠিত হবে ১০ জন কর্মউদ্যমী তরুন নিয়ে , যারা পুর্নকালীন সময় দিয়ে সোনার বাংলার সকল প্রজেক্ট জীবন্ত রাখবেন ।
যারা পুর্নকালীন সময় দিতে পারবেন না অথচ সোনার বাংলা কে এগিয়ে নিতে অবদান রাখতে চান তারা থাকবেন Associate Body তে ।
2. Business Department :
এর একাধিক বিভাগ , যেমন- Agro , Goods , Tourism , Health & Beauty , Real state , Software
Business Department এর সহকারী বিভাগ- Politics , Religion ছাড়া সমস্ত বিভাগ ।
Agro Division:
এর বিভাগ- Manufacturer , Supplier , Order & Sales , Marketing & Coordinator , Research , Accounts & Finance , Quality Control & Inventory , Audit , Legal & Commercial , Human Resource , Security
লক্ষ ও উদ্দেশ্য- Agro division , Business Department এর একটি শাখা বিভাগ । বিষমুক্ত সবজি , মাছ , মাংস , দুধ , ডিম , ফল , বনাজী ঔষধ সহ সব ধরনের Organic কৃষি পন্য নিয়ে কাজ করবে এই বিভাগ ।প্রতিটি এলাকার ভাসমান কৃষি পন্য বিক্রেতা যেমন টুকড়ি বা রিকশা-ভ্যান বিক্রেতার মাধ্যমে শক্তিশালী বাজার তৈরী করা ও কৃষকের ন্যায্য মুল্য প্রাপ্তি নিশ্চিত করা ।
স্লোগান- সবুজ আশীর্বাদঃ স্বাস্থ্য ও সৌন্দর্যে , Green Blessings for Health & Beauty
লোগো-
Health & Beauty Division :
এর বিভাগ- Manufacturer , Supplier , Order & Sales , Marketing & Coordinator , Research , Accounts & Finance , Quality Control & Inventory , Audit , Legal & Commercial , Human Resource , Security
লক্ষ ও উদ্দেশ্য- Health & Beauty division , Business Department এর একটি শাখা বিভাগ ।প্রকৃতিতেই ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃতির আশীর্বাদ মানুষের কাছে পৌছে দেয়া হবে মূল কাজ । বিশেষ করে মরন ব্যাধিতে আক্রান্ত মানুষ কে পার্শ্ব-প্রতিক্রিয়াহীন ভাবে রোগ মুক্ত করার জন্যে, বিভিন্ন বনাজী উদ্ভিদ , ফল , সবজি নিয়ে কাজ করবে এই বিভাগ ।
স্লোগান- আর কোথাও যেওনা , প্রকৃতিই সবচেয়ে বড় ডাক্তার । Don’t go anywhere , Nature is the great Healer.
লোগো-
3. Politics Department :
এর একাধিক বিভাগ- Organizer , Media and Public , Research
Politics Department এর সহকারী বিভাগ- Religion , Business ছাড়া সমস্ত বিভাগ ।
ব্যবসা ও ধর্মীয় প্রভাবমুক্ত , দলমত নির্বিশেষে সৎ যোগ্য দেশপ্রেমিক রাজনীতিবিদের পক্ষে জনগনকে সচেতন করা হবে এই বিভাগের আসল কাজ । গনসংযোগে দক্ষ এমন ত্যাগী কর্মী হবেন এর সক্রিয় সদস্য ।
4. Religion & Philosophy Department :
Religion Department এর বিভাগ- Philosophical Research , Meditation , Inter Religion Friendship Festival
এর সহকারী বিভাগ- Politics , Business ছাড়া সমস্ত বিভাগ ।
5. Welfare Department :
এর বিভাগ- Human Rights , Center for Helpless Aged , Mother and Child
এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ ।
ধনীক শ্রেনী যারা সমাজের অসহায় মানুষদের জন্যে কিছু করতে চান , এই প্রজেক্ট টি বাস্তবায়নে তারা এগিয়ে আসবেন ।
6. Research Department :
এর বিভাগ- Business Development , Political Development , Life style development , Movie and book Library , Education & Training Development
এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ ।
সম্মানিত জ্ঞানী ব্যক্তিবৃন্দ হবেন এই বিভাগের সক্রিয় সদস্য ।
7. Sports :
এর বিভাগ- Organizer , Media & Public , সহকারী বিভাগ- সমস্ত বিভাগ
শারীরিক শ্রম ভিত্তিক খেলা-ধুলা জনপ্রিয় করার জন্য নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে ।
8. Culture :
এর বিভাগ- Organizer , Media & Public , সহকারী বিভাগ- সমস্ত বিভাগ
9. Technology :
এর বিভাগ- Software , Hardware , Internet , Research
এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ
সমস্ত বিভাগের উন্নয়ন অব্যাহত রাখার জন্যে এ বিভাগ কাজ করে যাবে ।চাওয়া মাত্র যে কোন তথ্য পেতে একটি বৃহত ডাটা সেণ্টার কাজ করবে ।
10. Education :
এর বিভাগ- Technical , Academic , Practical , Research
সহকারী বিভাগ- সমস্ত বিভাগ
কর্মমূখী , সময় উপযোগী , অনুদান নির্ভর আনন্দময় শিক্ষার প্রসার ঘটানো হবে ।

নিবেদক-
আব্দুল গফুর রবিন , (মোবাইল- 01776467748)
আহবায়ক , সোনার বাংলা আন্দোলন ।সন- ২০১৩ । ঢাকা , বাংলাদেশ ।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ের কবিতা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৪



বিজয়ের মাস ডিসেম্বর, লক্ষ প্রাণে লেখা বিজয়ের
সেই সোনালি অক্ষর,
দিকে দিকে শুনি জয়ধ্বনি বাংলাদেশের নামে, এই
স্বাধীনতা কেনা রক্তের দামে;
হৃদয়ে হৃদয়ে বাজে মুক্তির শত গান, ডিসেম্বরে
পেয়েছি আমরা বিজয়ীর সম্মান;
মার্চের সেই অমর... ...বাকিটুকু পড়ুন

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

লিখেছেন প্রামানিক, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

লিখেছেন জেন একাত্তর, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×