--পরমগুরু আব্দুল বাহা--
তোমার হৃদয় বাগানে প্রেমের গোলাপ ব্যাতিত , অন্য কিছুই বপন করো না ।
*
ঘৃনার মনোভাব কে তার থেকে “শক্তিশালী ভালোবাসা”র মনোভাব দিয়ে অবশ্যই ধ্বংশ করতে হবে ।
*
…আমার প্রার্থনাকে একটি অগ্নিতে পরিনত কর , যা তোমার সৌন্দর্য দর্শন হতে বাধা প্রদানকারী পর্দাগুলো (বিভ্রান্তি গুলো) পুরিয়ে ফেলবে এবং একটি আলোকে পরিনত কর যা আমাকে তোমার উপস্থিতির মহাসাগরের দিকে পরিচালিত করবে ।
*
তোমরা একি বৃক্ষের ফল এবং একই শাখার পত্রসমূহ ।
*
তোমারি দিকে তোমার চক্ষু ফিরাও , যেন তুমি আমাকে তোমারি মধ্যে অবস্থানকারী শক্তিসালী , প্রতাপসম্পন্ন ও চীরস্থায়ী দেখতে পাও ।
*
যদি আমার ভৃত্য তোমার কাছে কিছু চায় , তবে তাকে নিরাশ করে ফিরিয়ে দিয়ো না , কারন তার মুখমন্ডল আমারই মুখমন্ডল , অতএব আমার সামনে লজ্জিত হও ।
*
হে মানব সন্তান ! তোমার হৃদয়ের আনন্দে আহলাদিত হও , যেন তুমি আমার সাক্ষাত লাভ করতে পারো এবং আমার সৌন্দর্য প্রতিফলিত করবার উপযোগী হতে পার ।
হে মানব সন্তান ! আমার সামনে বিনীত হও , যেন আমি তোমার কাছে অবতরন করতে পারি এবং আমার প্রত্যাদিষ্ট ধর্মকে জয়যুক্ত করবার জন্য সাহায্যকারী হও , যেন তুমি আমার রাজ্যে জয়ী হতে পারো ।
*
হে আমার মৌখিক বন্ধু ! একটুখানি চিন্তা কর ! তুমি কি কখনো শুনেছ যে , বন্ধু ও অপরিচিত ব্যক্তি একই হৃদয়ে বাস করে ? অতএব , অপরিচিতকে হৃদয় হতে বহিষ্কার কর , যেন প্রিয়তম নিজ আবাসে প্রবেশ করতে পারে ।
-মহান বাহাউল্লাহ
উপরের কথাগুলো পরলেই বুঝা যায় কতটা মানবিক-কতটা বিশ্বজনীন এই বাহাই ধর্ম।
ইরান হচ্ছে দুনিয়াতে বেহেস্তের বাগান, যেখানে ফুটে ছিল পরম প্রিয় ফুল এই বাহাই ধর্ম , যার সুবাসে আজ সারা জাহান বিভোর । বর্বর শাসকের নির্মমতাও হার মেনেছে তাদের সার্বোজনিন প্রেমের আহবানের কাছে ।পারস্যের ততকালীন বাদশা , বাহাইদের নিশ্চিহ্ন করার জন্যে এমন কোন অত্যাচার নাই যে বাকী রেখেছিল , তবু সত্য ও সুন্দরের কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয় মিথ্যা অহংকারকে , সেটা এখনো প্রমান দিয়ে চলেছে বাহাইরা সারা পৃথিবীতে ছড়িয়ে পরে । সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এমন উদার ধর্ম দ্বিতীয়টি আর দেখা যায় না , যেখানে ধর্মীয় দাঙ্গা এখন নিত্যদিনের ব্যপার ।
জীবন-মৃত্যুকে ছাড়িয়ে এ ধর্ম এক মহাজীবনের কথা বলে , বলে মানুষের সাথে স্বয়ং স্রষ্টার মহাপ্রেমের কথা , যে প্রেমের স্বর্গীয় স্পর্সে সব মানুষ এক ও অবিছিন্ন মহাশক্তিতে পরিনত হয় । নিজের ভেতরে থাকা প্রেমের মহাশক্তিকে কিভাবে জাগিয়ে তুলতে হয় এবং ধর্ম বর্ন নির্বিশেষে সবখানে ছড়িয়ে দিতে হয়, এ ধর্ম সেই শিক্ষাই দেয় ।নারী-পুরুষের সমতার কথা-প্রেমোময় সম্পর্কের কথা বাহাই ধর্ম জোড় দিয়ে বলে , তালাক প্রথা বা বহু বিবাহ প্রথা এই ধর্মে নিষিদ্ধ , যেখানে বহু বিবাহ বা ব্যাভিচার সারা বিশ্বে মারাত্মক সামাজিক সংকট সৃষ্টি করছে ।অন্ধ বিশ্বাস কে এই ধর্মে নিরুতসাহিত করে- বিজ্ঞান সম্মত চর্চাকে উতসাহ প্রদান করা হয়েছে । মানুষে মানুষে বিভেদ ও সংঘর্ষে জর্জরিত ক্ষত বিক্ষত এ পৃথিবীতে- এ ধর্ম আজ সব ধর্মের সব মানুষের জন্যেই স্বয়ং স্রষ্টার আশীর্বাদ ।বাহাই ধর্ম বলেনা কোন ধর্ম বড় বা ছোট বরং শিক্ষা দেয় নিজ ধর্ম ধরে রেখে কিভাবে বিশ্ব নাগরিক হওয়ার পথে এগিয়ে যাওয়া যায় ।সব ধর্ম বর্ন গোত্র নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় বাহাই ধর্ম নিরন্তর সংগ্রাম করে চলেছে , এ মহান সংগ্রামের জন্য তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা । তাই আমরা যেই ধর্মেরি অনুসারী হই না কেন , এ্টা নিশ্চিত যে- এই ধর্মের সাথে অটুট সম্পর্ক , আমাদের জন্য আশাবাদী কিছু বয়ে আনবে ।
নিবেদক,
আব্দুল গফুর রবিন
Mobile Phone: 01776467748
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




