আমি ব্রাজিলের সাপোর্টার বলছি।
গত ১৬ বছর ওদের খেলা দেখে ভাললাগতো বলে ব্রাজিলের ভক্ত ছিলাম। বিশ্বকাপের টিম সেলেকশনে যখন রোনালদিনহোকে বাদ দিলো তখন আমার কাছে খটকা লেগেছিলো। কি এমন প্লেয়ার আছে ব্রাজিল দলে যাদের জায়গা দিতে রোনালদিনহো কিম্বা পাতোকে বাদ দিতে হলো? তারপরও মেনে নিয়েছিলাম হয়তো ওদের চেয়ে ভাল কেউ নিজেকে মেলে ধরবে এবারের বিশ্বকাপে। যেমনটি দেখেছিলাম ৯৮ এর বিশ্বকাপে। রোমারিও কে বাদ দিয়ে রোনালদিনহোকে নিয়েছিলো কোচ। অনেক সমালোচনা হয়েছিলো এটা নিয়ে। কিন্তু রোনালদিনহো প্রমান করেছিলো রোমারিও এর চেয়ে কম যায় না সে।
এ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ২ টি ম্যাচ দেখতে পারিনি সুযোগের অভাবে। আমার প্রফাইলে গেলে দেখতে পাবেন সেসব নিয়ে পোষ্ট। তৃতীয় ম্যাচ দেখলাম পর্তুগালের সাথে। কাকা-রবিনহো বিহীন ব্রাজিল টিমকে দেখে মনে হলো সাদামাটা একটা টিম। ফালতু ছন্নছাড়া একটি টিম Click This Link । এই দলে এক লুসিও ছাড়া যেন কেউ নেই। দলের একটা প্লেয়ার (রবিনহো) চোট পেলে যদি দল খোড়া হয়ে যায় সে দল শেষ পর্যন্ত যাওয়ার আশা করে কিভাবে আমার ক্ষুদ্র মাথায় আসে না। মাঝমাঠে দেখার মত কোনো খেলোয়ার নেই ব্রাজিল দলে। হল্যান্ডের দিকে তাকান, ওদের আছে রোবেন, স্নাইডার, পার্সি এর মত দক্ষ সৈনিক মাঝমাঠে। ব্রাজিলের আছে মেলো যার শরীর ছাড়া কিছুই নেই। আমরা আসলেই ব্রাজিলের সেই খেলা হারিয়েছি।
আজকের খেলার কথাই ধরুন, ফিলিপ মেলো যে লাল কার্ড খাইলো, ওর ব্রাজিল টিমে কেন, বিশ্বকাপে কোনো দলেই খেলার যোগ্যতা নেই বলে আমার মনে হয়। গায়ের জোরে খেলবে যেন ফুটবল। টেকনিকের কাছে গায়ের জোর কিছুই না এটা সবাই জানে, জানে না শুধু দুঙ্গা। ক্রুইফ -পেলে রা তো আর এমনি এমনি সমালোচনা করে না এই ব্রাজিলের খেলা। আজকের খেলায় প্রথমার্ধের ২/৩ টা এটাক ভাল লেগেছে, অনেক সংগঠিত মনে হয়েছিলো ব্রাজিলকে। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে কোনো রকম সুযোগ ই দিল না যেন হল্যান্ড। আক্রমনাত্বক ফুটবল ছেড়ে যেমনি ভাল ফুটবল উপহার দেয়া যায় না তেমনি ডিফেন্সিভ খেলেও গোল ঠেকানো যায় না। দুই দিক দিয়েই দুঙ্গা ব্যার্থ। হল্যান্ডের কাছ থেকে যদি দুঙ্গার শিক্ষা হয়।
গাজাখোরী কিছু প্লেয়ার নিয়ে বললেই হয় না যে যারা ১০০ ভাগ উজার করে দিবে তাদেরকে আমি দলে নিয়েছি। যাদের কিছুই নেই তারা ১০০ ভাগ উজার করে দিলেই কি আর না দিলেই কি? আমার প্রফাইলের আগের পোষ্ট গুলো দেখলে বুঝবেন দুঙ্গার উপর আমার মেজাজ কতটা বিলা।
কি এমন দম্ভ কি এমন জিদ ছিল রোনালদিলহো/পাতো দের উপর আমার জানতে বড় ইচ্ছা হয়।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




