কত কয়েক মাসে টাকা জমাইলাম, মোটামুটি মানের একটা কম্পিউটার কিনবো।যাতে দেশ ও জাতির মঙ্গলের জন্য ভালোভাবে ব্লগিং করা যায়(ভাব নিলাম,আসলে পেশাগত কাজে দরকার) ।টাকাও জমছে। পাশাপাশি হাজার-বারোশো টাকা অতিরিক্ত রাখলাম,আসা যাওয়ার ভাড়া এবং যেইদিন কিনব , সেইদিন বন্ধু-বান্ধবদের সাথে হালকা খানাপিনা করার জন্য। কিন্ত সরকার কিভাবে যেন টের পেলো। তারা আমার এই হাজার-বারোশো টাকা টাকা কেড়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করল। কম্পিউটার ও কম্পিউটার পণ্যে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) যুক্ত করল।
কম্পিউটার কিনলে ৪ শতাংশ ভ্যাট
এর প্রতিবাদে চিন্তা করলাম,আমি আর কম্পিউটার কিনবো না। একটা টাইপরাইটার কিনবো।কারন টাইপরাইটারের উপর ভ্যাট নাই।
এখন টেকি ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি , টাইপরাইটার দিয়া কি ব্লগ লেখা যাবে কি না? গেলে কি কি সফটওয়্যার লাগবে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





