শিরোনাম দেখেই অনেকই ভাবছেন,আমি ভুয়া কোনো অনলাইন পত্রিকার খবর শেয়ার করছি।অথবা ফেইসবুকের রেডিও মুন্না টাইপের কোনো পেইজ খুলে লাইক-শেয়ারের ধান্দা করছি।আসলে কোনোটাই না।
নিচের নিউজটা পড়ুন।আশা করি সত্যতা পেয়ে যাবেন।
কিছুক্ষণ পর সরকারদলীয় আরেক ক্যাডার সম্রাটসহ প্রায় ২২-২৫ জন সাঙ্গপাঙ্গ নিয়ে ইকবাল আবার জেলেপাড়ায় ঢোকে। আর পাড়ার ঘরবাড়িগুলোতে আচমকা ভাংচুর ও লুটপাট শুরু করে। প্রতিবন্ধী স্বপন দাসের দোকানের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এ সময় তাদের ঠেকাতে পাড়ার লোকজন এগিয়ে এলে ক্যাডাররা নিরীহ সংখ্যালঘুদের মারধর শুরু করে। হামলাকারীদের হাত থেকে আহত রবীন্দ্রদাসকে বাঁচাতে এগিয়ে আসেন তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তুলসী রানী দাস। তার ওপরও এতটুকু মায়া হয়নি সন্ত্রাসীদের। তারা তুলসীর পেটে উপর্যুপরি লাথি মারে। মুহূর্তেই রক্তক্ষরণ শুরু হয়ে যায় তার। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মৃত সন্তান প্রসব করেন তিনি।
ফেনীতে সরকারদলীয় ক্যাডারদের হাত থেকে রক্ষা পায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও পেটের সন্তান। তার পেটে উপর্যুপরি লাথির চোটে ঘটনাস্থলেই মৃত বাচ্চা প্রসব করেন তিনি।
এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সরকারদলীয় ক্যাডাররা যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে,সেই সব মা কি মানুষের বাচ্চা জন্ম দিয়েছেন নাকি শুকরের বাচ্চা জন্ম দিয়েছেন
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


