সামহোয়্যার ইন ব্লগ ওয়েবসাইটের কয়েকজন ডাক্তার ব্লগার আমার মাথায় এই পোকা প্রবেশ করিয়েছেন। এখন আপনাদের সবার সাহায্য কাম্য।
সকল ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এই ব্লগ গ্রুপের সদস্য হতে পারবে।
গ্রুপটি কি বিষয়ে তার বিবরণ:
মুলত ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের সবধরনের সাহায্য করার উদ্দেশ্যেই এই গ্রুপ কাজ করবে। সাহায্য হতে পারে মেডিকেল এ ভর্তি হওয়া থেকে শুরু করে বইপত্র কেনা, পরীক্ষা সংক্রান্ত তথ্য ও পরবর্তীতে পোস্টগ্রাডুয়েশন সম্পর্কিত তথ্য প্রদান করা।
আর যারা মেডিকাল স্টুডেন্ট বা ডাক্তার নয় তারাও এখানে বিভিন্ন অসুখের ব্যাপারে জানতে পারবে। আমার মনে হয় যারা অসুখের ব্যাপারে জানতে চাইবে তাদের "নাম প্রকাশে অনিচ্ছুক" অপশনটি রাখা উচিৎ (অবশ্যই যথার্থ কারনে)
সর্বপরি মেডিকাল ও ডাক্তারি পড়াশোনা ও বিভিন্ন রোগ সম্পর্কিত তথ্য আদান প্রদানের মাধ্যমে সবাইকে যতটা সম্ভব সাহায্য করাই এই গ্রুপের লক্ষ্য।
গ্রুপের নীতিমালা:
১. যেকোন মেডিকেল এর শিক্ষার্থী ও ডাক্তার এই গ্রুপের সদস্য হতে পারবে।
২. মেডিকেল ছাড়াও অন্যরাও সদস্য হতে পারবে। তবে তাদের ব্যাক্তিগত সমস্যা যেন অন্যরা জানতে না পারে সে ব্যাপারে বিশেষ গোপনীয়তা রক্ষা করা হবে।
২. কোন সদস্যের কাছ থেকে অশোভন আচরন কাম্য নয়। অশোভন কোন আচরনের কারনে কোন সদস্য কে যদি গ্রুপ থেকে বের করে দেয়া হয় তবে তার দায়ভার সম্পুর্ন কর্তৃপক্ষের উপর নির্ভর করবে।
আপনাদের সকলের সহায়তা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
ডাঃ নাজিয়া হক অনি
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





