ইউটিউব লিংক সরিয়ে ফেলা হয়েছে। আশা করি এখন আর কোন সমস্যা হবে না।
চুমু কি এবং এটা কিভাবে কাজ করে ?
চুমু কত প্রকার ও কি কি ?
এক একটি চুমুতে কতগুলু শারীরিক এবং মানসিক ফায়দা রয়েছে? ইত্যাদি ইত্যাদি..
এই পোষ্টে এগুলোর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নাই। এটা শুধুই স্বাধীন মত প্রকাশের পোষ্ট।
শুধু এতটুকু বলুন আপনি কি প্রকাশ্যে চুমু খাওয়ার পক্ষে না বিপক্ষে ? পক্ষেই বা কেন এবং বিপক্ষেই বা কেন ?
দয়া করে কেউ ভন্ডামি করবেন না একেবারে মনের সত্যি কথাটি প্রকাশ করুন, দরকার হলে কানে কানে বলুন কেউ শুনবে না।
প্রথমেই আমার মতামত প্রকাশ করে দিচ্ছি- আমি প্রকাশ্যে চুমু খাওয়ার পক্ষে এবং গোপনে চুমু খাওয়ার বিপক্ষে।
কেন ? বিস্তারিত নিচে দেখুন।

আমি প্রকাশ্যে চুমু খাওয়ার পক্ষে আর এতে খারাপের কিছুই দেখি না। শুধু আশে পাশে বয়জেষ্ঠ এবং হুজুর টাইপের কেউ না থাকলেই হলো কারণ পরিবেশ পরিস্থিতির একটা ব্যাপার মথায় রাখতেই হবে এবং এটা অস্বীকার করার কোনে উপায় নেই।
আর প্রকাশ্যে চুুমু খেলে ভালবাসা বৃদ্ধি পায় এবং এতে দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে না। শরীর এবং মন দুটোই ভাল থাকে।
অপর দিকে গোপনে চুমু খেতে গেলেই সমস্যা বাঁধবে ৯৯.৯০% ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।
যেমন- কোন কাপল পরস্পরকে গোপনে চুমু খাওয়ার উদ্দেশ্যে, বহুত কাঠ খর পুড়িয়ে, গোপনে, সকলের চোখ ফাঁকি দিয়ে, নির্জন একটা জায়গা অথবা রুম নির্বাচন করল। চারিদিকে নির্জন,কেউ.. কোথাও... নেই... শধুই নির্জনতা আর দুজন দুজনার।
তারপর.. তারপর.... দুজন দুজনার কাছে আসল এবং গভীর চুম্বনে জড়িয়ে পড়ল.. তারপর...তারপর... কি হবে বলুন? একটু ভাল করে ভেবে বলুন? নির্জন রুমের এই চুম্বন কি আর এত তাড়াতাড়ি শেষ হবে? পদ্মা,মেঘনার জল সব শেষ হয়ে যাবে, সাগর শুকিয়ে চৌঁচির হয়ে যাবে, সময় থমকে দাঁড়াবে, তবুও ওই গভীর চুম্বন শেষ হবে না, চলতেই থাকবে। শেষ পর্যন্ত বড় একটা দুর্ঘটনার মধ্য দিয়েই কেবল এই চুম্বন চুম্বন খেলা শেষ হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এমনকি মৃত্যুও হতে পারে।
আর এটি হচ্ছে আমার বহুত বছরের গবেষণার ফসল সুতরাং এটাই হচ্ছে সত্য, আর যারা এই সত্যকে অস্বীকার করবে তারা তো কিছুই বুঝে না, নিঃশ্চই তারা দুর্ঘটনার পক্ষে। এর পরেও কি তাদের জ্ঞান হবে না?
এটা হচ্ছে কিস করার সহীহ্ তরীকা যারা জানে না শুধু তাদের জন্য:-
https://www.youtube.com/watch?v=IkP5Yua5IRE
নিচের ছবিটি দেখুন.. এই দুনিয়া রসাতলে যাচ্ছে... নিঃশ্চিৎ বড় ভুমিকম্প হবে।

আসলে মানব জাতি যে কি চায়? তা তাহারা নিজেরাই জানে না।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়েত দান করুন-আমিন।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





