বাপ্পী-আঁচলের জটিল প্রেম খুব ভালো লাগল।
বাংলা চলচ্চিত্রের সুদিন আসছে কিংবা চলছে।
তথাকথিত বিকল্পধারার ছবিগুলো মোটেই মূলধারার ছবির প্রতিনিধিত্ব করেনা। সেগুলোর মধ্যে আমাদের সমাজ সভ্যতার সত্য চিত্রও ফুটে ওঠে না। এই সকল বাণিজ্যিক ধারার ছবিই টিকে থাকবে। সমস্যা হচ্ছে অনেকে বাণিজ্যিক ধারা এই ধারণাটিকে অপব্যবহার করে।
সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ জেগে উঠবে, বেঁচে থাকবে।
শাহীন সুমনের শেষ তিনটা ছবি ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, জটিল প্রেম প্রত্যেকটিই ভালো হয়েছে। গল্প, শিল্পী, অভিনয়, সংলাপ সবকিছুই অসাধারণ হয়েছে। এত সীমাবদ্ধতার পরেও আমাদের চলচ্চিত্র জগত বেঁচে আছে সেটাই যখন বিস্ময়, তখন এত সুন্দর সুন্দর ছবি উপহার দেয়ার জন্য শাহীন সুমন, আব্দুল্লাহ জহির বাবু, জাজ মাল্টিমিডিয়া, বাপ্পি, মাহি, আঁচল আর বাদবাকি সবাইকে ধন্যবাদ। নতুন আসছে, সায়মন-মাহির পোড়ামন। নিঃসন্দেহে আরেকটা অসাধারণ ছবি হবে। এই বাংলার মানুষেরা ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদের হারাতে পারবেনা। আল্লাহ তুমিই শুধু ভরসা।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


