somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'আব্দুল্লাহ ইবনে সাবাহ ও তার কল্প কাহিনী'

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুলঃ আল্লামা সাইয়েদ মুর্তাযা আশকারী(রঃ)
অনুবাদকঃ নুর হোসেন মজিদি

ঐতিহাসিকদের মতে, খলীফাহ্ হযরত ওসমানের শাসনামলে আবদুল্লাহ্ ইবনে সাবা’ নামে জনৈক ইয়াহূদী মুসলমানদের মধ্যে বিভেদ-বিসম্বাদ সৃষ্টি করার লক্ষ্যে ইসলাম গ্রহণ করে। এ ব্যক্তি মুসলমানদের মধ্যে নিম্নলিখিত চিন্তা-বিশ্বাস ছড়িয়ে দেয় ঃ
ক) হযরত রাসূলে আকরাম (সাঃ) পুনরুত্থিত হবেন।
খ) সব নবী ও রাসূলেরই (আঃ) উত্তরাধিকারী ছিলেন; আর হযরত মুহাম্মাদ (সাঃ)-এর উত্তরাধিকারী তাঁর চাচাতো ভাই ও জামাতা হযরত আলী (আঃ)।
কিন্তু খলীফাহ্ ওসমান তাঁকে তাঁর ঐশী দায়িত্ব গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছেন। অতএব, ওসমানের বিরুদ্ধে ও আলীর অনুকূলে বিদ্রোহ করা অপরিহার্য।
আবদুল্লাহ্ ইবনে সাবা’ “সাবাইয়্যাহ্” নামে একটি দল গঠন করে এবং এ দলটি তৃতীয় খলীফাহ্ ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করে। এরপর বসরার নিকটে উটের যুদ্ধের (জঙ্গে জামাল) সময় আলী ও তাঁর শত্র“ ত্বাল্হার মধ্যে যখন শান্তি-আলোচনা চলছিল ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছিল তখন সে দুর্বৃত্তপনার আশ্রয় নিয়ে দুই পক্ষের মধ্যে গোলযোগ বাধিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাত করে দেয়। সাবায়ীরা ইতিপূর্বেই পরিকল্পিতভাবে উভয় সৈন্যদলেই যোগদান করেছিল। তারা সেনাপতিদের আদেশের জন্যে অপেক্ষা না করেই অতি প্রত্যুষে প্রতিপক্ষের দিকে তীর নিক্ষেপ করতে শুরু করে এবং এর ফলে যুদ্ধ শুরু হয়ে যায়। অতএব, দেখা যাচ্ছে যে, মুসলমানদের মধ্যে যত রকমের অপকর্ম ও যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে সে জন্য এই ইয়াহূদী লোকটিই দায়ী।
কল্পকাহিনীর উৎস
আবদুল্লাহ্ ইবনে সাবা’র গল্প দীর্ঘ বারোশ’ বছরের পুরনো। একের পর এক ঐতিহাসিকগণ ও লেখকগণ এ কাহেনী লিপিবদ্ধ করেছেন এবং এতে নতুন নতুন উপাদান যোগ করেছেন।
সব ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে, এ কাহিনীটি সর্বপ্রথম সাইফ কর্তৃক বর্ণিত হয়েছে।
নিম্নোক্ত ঐতিহাসিকগণ এ কাহিনীটি সরাসরি সাইফের রেওয়াইয়াত১ থেকে গ্রহণ করেছেন ঃ
১) ইবনে জারীর ত্বাবারী।
২) যাহাবী; তিনি ত্বাবারী থেকেও উদ্ধৃত করেছেন।
৩) ইবনে আবি বাক্র্; তিনি ইবনে আছীর থেকেও উদ্ধৃত করেছেন Ñ যিনি ত্বাবারী থেকে উদ্ধৃত করেছেন।
৪) ইবনে ‘আসাকের।
নিম্নাক্ত ঐতিহাসিকগণ কাহিনীটি পরোক্ষভাবে সাইফ থেকে বর্ণনা করেছেন ঃ
৫) নিকলসন; তিনি ত্বাবারী থেকে উদ্ধৃত করেছেন।
৬) এনসাইক্লোপেডিয়া অব ইসলাম; ত্বাবারী থেকে।
৭) ভন ফ্লোটন; ত্বাবারী থেকে।

৮) ওয়েরহাউযেন; ত্বাবারী থেকে।
৯) মিরখান্দ্; ত্বাবারী থেকে।
১০) আহ্মাদ আমীন; ত্বাবারী ও ওয়েলহাউযেন থেকে।
১১) ফারীদ ওয়াজ্দী; ত্বাবারী থেকে।
১২) হাসান ইবরাহীম; ত্বাবারী থেকে।
১৩) সাঈদ আফগ¦ানী; ত্বাবারী থেকে এবং সেই সাথে ইবনে আবি বাক্র্, ইবনে ‘আসাকের ও ইবনে বাদ্রান থেকে।
১৪) ইবনে খালদূন্; ত্বাবারী থেকে।
১৫) ইবনে আছীর; ত্বাবারী থেকে।
১৬) ইবনে কাছীর; ত্বাবারী থেকে।
১৭) ডোনাল্ডসন; নিকলসন ও এনসাইক্লোপেডিয়া অব্ ইসলাম থেকে।
১৮) গিয়াসুদ্দীন; মীরখান্দ্ থেকে।
১৯) আবূল্ ফিদা; ইবনে আছীর থেকে।
২০) রাশীদ রেযা; ইবনে আছীর থেকে।
২১) ইবনে বাদ্রান্; ইবনে ‘আসাকের থেকে।
২২) বোস্তানী; ইবনে কাছীর থেকে।
উপরোক্ত তালিকা থেকে সুস্পষ্ট যে, আবদুল্লাহ্ ইবনে সাবা’ সংক্রান্ত কল্পকাহিনী সাইফ কর্তৃক সূচিত হয়েছে এবং প্রথমতঃ ত্বাবারী কর্তৃক উদ্ধৃত হয়েছে। অতএব, এ কাহিনীর গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা সম্পর্কে নিশ্চত হতে হলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে সাইফের চরিত্র-বৈশিষ্ট্য ও জীবনেতিহাস অধ্যয়ন ও বিশ্লেষণ করতে হবে।

সাইফ্ কে? (সংক্ষিপ্ত জীবন কাহিনী)

সাইফ ইবনে ওমর তামীমী হিজরী দ্বিতীয় শতাব্দীতে (খৃস্টীয় ৮ম শতাব্দীতে) জীবন যাপন করে এবং হিজরী ১৭০ সালে (৭৫০ খৃঃ) মৃত্যুবরণ করে। তার লিখিত দু’টি বই-এর সন্ধান পাওয়া যায় ঃ
১) আল্-ফুতূহ্ ওর্য়া-রিদ্দাহ্। এটি হচ্ছে হযরত রাসূলে আকরাম (সাঃ)-এর ইন্তেকালের পূর্ববর্তী সময় থেকে শুরু করে তৃতীয় খলীফাহ্ হযরত ওসমানের খিলাফতে অধিষ্ঠিত হওয়া পর্যন্ত সময়কার ইতিহাস।
২) আল্-জামালু ওয়াল্-মাসীরি ‘আয়িশাতা ওয়া ‘আলী। এটি হচ্ছে খলীফাহ্ ওসমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে জঙ্গে জামাল (উটের যুদ্ধ) পর্যন্ত সময়কার ইতিহাস।
এ দু’টি বইয়ে সত্য ঘটনার তুলনায় কল্পকাহিনীই বেশী স্থানলাভ করেছে। এতে যেমন কতগুলো বানানো কিচ্ছা-কাহিনী সন্নিবেশিত করা হয়েছে, তেমনি উদ্দেশ্যমূলকভাবে কতক সত্য ঘটনাকে বিকৃত আকারে ও উদ্ভটভাবে পরিবেশন করা হয়েছে।
যেহেতু সাইফ তার পুস্তক দু’টিতে অনেক ছাহাবীর নামোল্লেখ করেছে এবং ছাহাবী পরিচয়ে কতক কল্পিত চরিত্রকেও অন্তর্ভুক্ত করেছে সেহেতু এ দু’টি পুস্তক ইসলামের প্রথম যুগের ইতিহাসকে দারুণভাবে প্রভাবিত করেছে। উস্দুল্ গ¦াবাহ্, ইস্তিয়াব্ ও আল-ইছাবাতু ফী তামীযিছ্ ছাহাবাহ্-র গ্রন্থকারগণ সহ অনেক জীবনী গ্রন্থকার এবং মু‘জামুল্ বুল্দান্ ও র্আ-রাওযুল্ মি’র্তা-এর গ্রন্থকার সহ অনেক ভূগোল গ্রন্থকার এমন কতক ছাহাবীর জীবন কাহিনী লিখেছেন এবং এমন কতক জায়গার নাম উল্লেখ করেছেন যাদের ও যে সব জায়গার নাম কেবল সাইফের পুস্তকেই রয়েছে। এসব কারণে সাইফের জীবন ও চরিত্র সম্বন্ধে অবশ্যই বিস্ত ারিতভাবে ও সতর্কতার সাথে অনুসন্ধান চালানো অপরিহার্য।
সাইফের জীবন ও চরিত্র সম্বন্ধে অনুসন্ধানের ফলাফল যা পাওয়া যায় তা হচ্ছে এই যে, সে ছিল এমন একজন ব্যক্তি যে বিশ্বাস করত যে, বস্তুগত প্রপঞ্চ সমূহের বাইরে কোন জ্ঞান অর্জন করা সম্ভব নয় এবং সে ছিল একজন অনির্ভরযোগ্য কাহিনীকার। তার বর্ণিত কাহিনীগুলো পুরোপুরি সন্দেহপূর্ণ এবং সেগুলো পুরোপুরি বা আংশিকভাবে মিথ্যা রচনা। তার বর্ণিত কাহিনীগুলোর কয়েকটি নিম্নরূপ ঃ
১) ওসামার বাহিনী ঃ
হযরত রাসূলে আকরাম (সাঃ) সিরিয়ায় পাঠানোর জন্যে একটি বাহিনী প্রস্তুত করেন। এ বাহিনীর সেনাপতি ছিলেন উসামাহ্। এ বাহিনীর সর্বশেষ দলটি মদীনা নগরীর মুয়াত্ (নগরীর শেষ সীমারেখা) ত্যাগ করার আগেই হযরত রাসূলে আকরাম (সাঃ) ইন্তেকাল করেন। তাই ওসামাহ্ হযরত রাসূলে আকরাম (সাঃ)-এর উত্তরাধিকারী হযরত আবু বকরের নিকট থেকে যুদ্ধে গমনের অনুমতি আনার জন্যে হযরত ওমরকে তাঁর নিকট পাঠান। সেই সাথে হযরত ওমর কয়েক জন আনছারের দেয়া এ প্রস্তাবও তাঁর কাছে নিয়ে যান যে, যুদ্ধের সেনাপতির পদ থেকে যেন ওসামাহ্কে সরিয়ে দেয়া হয়। হযরত আবু বকর এ প্রস্তাব শোনার সাথে সাথে লাথে লাফ দিয়ে ওঠেন এবং ওমরের দাড়ি টেনে ধরেন ও তাঁকে অপদস্ত করেন এবং বলেন যে, “রাসূলুল্লাহ্ (সাঃ) ওসামাহ্কে সেনাপতি নিয়োগ করে গেছেন; আমি তাকে পরিবর্তন করবো না।” এরপর তিনি ওসামাহ্র বাহিনীকে তৎক্ষণাৎ রওয়ানা হয়ে যাওয়ার জন্যে আদেশ দেন এবং হযরত ওমরকে এই বলে অভিশাপ দেন, “তোমার প্লেগ হোক।”
কিন্তু সমকালীন অন্যান্য ইতিহাসবিদগণ এ ঘটনাকে ভিন্নভাবে লিখেছেন।

২) সাক্বীফাহ্ ঃ বানী সায়েদার ছাউনি

সাইফ বলে, হযরত রাসূলুল্লাহ্ (সাঃ) যেদিন ইন্তেকাল করেন সেদিন একমাত্র ইসলাম-ত্যাগীরা ছাড়া মুহাজিরদের মধ্যকার সকলেই হযরত আবু বকরকে রাসূলূল্লাহ্ (সাঃ)-এর স্থলাভিষিক্ত হিসেবে সমর্থন করে। আবু বকরের নির্বাচিত হওয়ার সংবাদ আলীকে এতই উচ্ছ্বসিত করে তোলে যে, তিনি কেবল তাঁর জামা গায়ে দিয়ে (‘আবা ও ক্বাবা’ নামক ওপরে পরার মজলিসী পোশাক ছাড়াই) বেরিয়ে আসেন। তিনি বন্ধুত্বপূর্ণভাবে আবু বকরের সাথে মোছাফাহা করেন এবং এরপর যখন তাঁর পোশাক নিয়ে আসা হয় তখন তিনি তা পরিধান করেন এবং আবু বকরের পাশে বসে পড়েন। সাইফ আরো লিখেছে, আবু বকর দাবী করেন যে, তাঁর আত্মার মধ্যে একটি শয়তান রয়েছে, তাই মুসলমানরা যেন সব সময় তাঁর দিকে দৃষ্টি রাখে এবং তিনি অবিচার করলে তা যেন প্রতিহত করে।
সাইফ সাক্বীফাহ্ সম্পর্কে সাতটি কাহিনী বর্ণনা করেছে। এসব গল্পে এমন তিনজন লোককে নায়কের ভূমিকায় দেখানো হয়েছ্ েযাদের মধ্যে ছাহাবীর নামও রয়েছে, অথচ সাইফের পুস্তক ছাড়া সমকালীন অন্য কোন সূত্রে তাদের নামোল্লেখ নেই। এ অদ্ভূত বিষয়টি যে কাউকেই চিন্তা করতে এবং তার বর্ণিত কাহিনীগুলো সম্পর্কে সন্দেহ পোষণ করতে বাধ্য করে। আহ্লে সুন্নাতের দ্বীনী নেতৃবৃন্দের নিকট নির্ভরযোগ্য বলে পরিগণিত গ্রন্থাবলীতে অনুসন্ধান চালালে সাক্বীফাহ্র ঘটনা লিপিবদ্ধ করণে সাইফের সত্য থেকে বিচ্যুত হওয়ার বিষয়টি খুব সহজেই ধরা পড়ে।

নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বানী সায়েদাহ্র সাক্বীফার কাহিনী

হযরত রাসূলে আকরাম (সাঃ) তাঁর অন্তিম শয্যায় একটি ওয়াছিয়্যাত করার ইচ্ছা করেন। কিন্তু ওমর তার বিরোধিতা করেন এবং এ অবস্থায় নবী করীম (সাঃ) ইন্তেকাল করলে তিনি লোকদেরকে রাসূলুল্লাহ্র (সাঃ) ওফাতের সংবাদ প্রচারের বিরুদ্ধে হুমকি দেন। এমতাবস্থায় আবু বকর সেখানে আগমন করেন। তখন ওমর সহসাই শান্ত হয়ে যান। রাসূলুল্লাহ্ (সাঃ)-এর আহ্লে বায়ত যখন তাঁর কাফন-দাফনের কাজে ব্যস্ত তখন আনছারগণ সা‘দ ইবনে ‘ইবাদাকে নবী করীম (সাঃ)-এর স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত করার জন্যে একটি ছাউনির (সাক্বীফাহ্) নীচে সমবেত হন। তখন ওমর, আবু বকর ও তাঁদের বন্ধুরা ঐ সভায় যোগদান করার জন্যে সেখানে ছুটে যান। শেষ পর্যন্ত আবু বকরকে খলীফাহ্ নির্বাচিত করা হয় এবং উপস্থিত ছাহাবীগণ তাঁর অনুকূলে শপথ গ্রহণ করেন। এরপর সমবেত জনতা আবু বকরের অনুকূলে সাধারণ ও সর্বজনীন আনুগত্য শপথের (বাই‘আত) জন্যে সেখান থেকে মসজিদে চলে যান। এ পুরো সময়ই হযরত রাসূলে আকরাম (সাঃ)-এর দেহ মোবারক তাঁর গৃহেই ছিল এবং সেখানে কেবল তাঁর আহ্লে বাইত ও আনছারদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাহাবী উপস্থিত ছিলেন।
উপরোক্ত ছাউনিতে ও মসজিদে আবু বকরের অনুকূলে শপথ অনুষ্ঠানের পর লোকেরা হযরত রাসূলে আকরাম (সাঃ)-এর গৃহে গমন করেন এবং তাঁর নামাযে জানাযায় অংশগ্রহণ করেন। এ পুরো সময়টাই অর্থাৎ সোমবার দুপুর থেকে শুরু করে মঙ্গলবার মধ্যরাতে দাফনের পূর্ব পর্যন্ত তাঁর দেহ মোবারক তাঁর বিছানায় ছিল।
কেবল আহ্লে বায়তের সদস্যরাই রাসূলুল্লাহ্ (সাঃ)-এর গোসল, কাফন পরানো ও দাফনের পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। হযরত ইমাম আলী (আঃ) এবং বানী হাশেম [হযরত রাসূলে আকরাম (সাঃ)-এর চাচাতো ভাইগণ] আবু বকরকে রাসূলুল্লাহ্ (সাঃ)-এর স্থলাভিষিক্ত হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান এবং তাঁরা নবী-কন্যা হযরত ফাতেমাহ্ (আঃ)-এর গৃহে আশ্রয় গ্রহণ করেন। তখন ওমর তাঁদেরকে আবু বকরের অনুকূলে শপথ গ্রহণ করানোর লক্ষ্যে মসজিদে নিয়ে যাওয়ার জন্যে সেখানে গমন করেন। কিন্তু তাঁরা হযরত ফাতেমার জীবদ্দশায় আবু বকরের অনুকূলে শপথ গ্রহণে অস্বীকৃতি জানান। ছয় মাস পর হযরত ফাতেমাহ্ (আঃ) ইন্তেকাল করেন। অতঃপর হযরত আলী (আঃ) ও বানী হাশেম আবু বকরকে খলীফাহ্ হিসেবে মেনে নেন এবং তাঁর প্রতি আনুগত্য ঘোষণা করেন।
উপরোক্ত ঘটনাবলী, এ সম্পর্কে আবদুল্লাহ্ ইবনে আব্বাস, আবু যার, মিকদাদ, আবু সুফিয়ান, মু‘আবিয়া ও ওমর ইবনে খাত্তাবের মূল্যায়ন, সা‘দ ইবনে ‘ইবাদার বৃদ্ধ বয়সের ঘটনাবলীর সংক্ষিপ্তসার এবং এসব ঘটনা সম্পর্কে সাইফের বর্ণনা ও অন্যান্য নির্ভরযোগ্য তথ্যসূত্র সমূহের বর্ণনার মধ্যকার তুলনা মূলক আলোচনা অত্র গ্রন্থে স্থানলাভ করেছে।
এ থেকে প্রমাণিত হয় যে, কীভাবে সাইফ সমকালীন সরকারকে সন্তুষ্ট করার জন্যে মনগড়াভাবে ছাহাবীদের জীবন চরিত রচনা করেছে এবং সাধারণ মানুষের মনমানসকে প্রভাবিত করার চেষ্টা করেছে। ইসলামের ইতিহাসকে উপহাস করার লক্ষ্যে সাইফ তার মনগড়া মতামতের কাল্পনিক সাক্ষী-প্রমাণ তৈরী করেছে।
অনেক শতাব্দী যাবত সাইফের রচিত কল্পকাহিনী সমূহ ইসলামের ইতিহাস হিসেবে পরিগণিত হয়েছে। হযরত রাসূলে আকরাম (সাঃ), তাঁর আহ্লে বায়ত ও তাঁর ছাহাবীগণের সঠিক ইতিহাস পর্যালোচনার মাধ্যমে ইসলাম যে রকম ঠিক সে রকম হিসেবে ইসলামকে উপস্থাপনের লক্ষ্যে এখন সাইফ ও তার সূত্র সমূহের ওপর থেকে পর্দা সরিয়ে দিয়ে তার স্বরূপ তুলে ধরার সময় এসেছে। আমাদের জন্যে সাইফ ও তার কল্পকাহিনী সমূহের সপক্ষে কথা বলা বা ইসলামী হাদীছের নামে সেগুলোকে রক্ষা করা কিছুতেই উচিৎ হবে না।
কেননা তাহলে ইসলামী সত্যের প্রচারের বিরোধিতার মাধ্যমে কার্যতঃ আমরা ইসলামেরই ক্ষতি সাধন করবো।
পাদটীকা ঃ
১. “রেওয়াইয়াত” শব্দের মানে বর্ণনা যা পারিভাষিক দিক থেকে “হাদীছ” শব্দের প্রায় সমার্থক এবং বিশেষজ্ঞ ও মনীষীগণ অনেক ক্ষেত্রেই এ দু’টি শব্দকে বিকল্প হিসেবে ব্যবহার করেছেন যদিও পারিভাষিক দিক থেকে “রেওয়াইয়াত” শব্দের তাৎপর্য “হাদীছ” শব্দের তাৎপর্য থেকে ব্যাপকতর। আমরা সাধারণতঃ হাদীছ সংকলন সমূহে উল্লিখিত হযরত রাসূলে আকরাম (সাঃ)-এর কথা ও কাজ এবং তাঁর উপস্থিতিতে অন্যের কথা বা কাজের ব্যাপারে তাঁর অনুমোদন, বিরোধিতা ও নীরবতাকে হাদীছ বলে থাকি। আবার ক্ষেত্র বিশেষে যে কোনো ছাহাবীর কথা ও কাজকে হাদীছ বা হাদীছে ছাহাবাহ্ বলা হয়। অন্যদিকে রেওয়াইয়াত বলতে আমরা সাধারণতঃ ইতিহাস গ্রন্থাদিতে সন্নিবেশিত একই ধরনের বর্ণনা এবং তাবে‘ঈন ও তাবে‘ তাবে‘ঈনের কথা, কাজ ও ঘটনাকে বুঝি। এসব বিষয় সামনে রেখে আমরা অত্র অনুবাদে সাধারণতঃ ব্যাপক তাৎপর্যবোধক পরিভাষা “রেওয়াইয়াত” ব্যবহার করেছি। ( অনুবাদকঃনুর হোসেন মজিদী)
চলবে........
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেনারেল রাও ফরমান আলী ছিল ইন্ডিয়ান 'র'-এর এজেন্ট

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২



জেনারেল রাও ফরমান আলী ছিল ইন্ডিয়ান 'র'-এর একজন এজেন্ট। এই তথ্য কেউ জানতো না। তার ফ্যামিলিও জানতো না। ১৯৪১ সালে বর্ডার ক্রস করে সে ঢুকেছিল পাকিস্তান। তারপর আস্তে আস্তে... ...বাকিটুকু পড়ুন

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

লিখেছেন প্রামানিক, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

লিখেছেন জেন একাত্তর, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×