আক্কেল আলীর ব্যাটার বউ গত পেরাইমারীর নিয়োগের রিটেন পরীক্ষায় উত্তির্ণ হয়েছিল ।।।। আক্কেল আলী তাই বেজায় খুশি। গেরামের সক্কলের মিষ্টি খাওয়ালেন যেন তেন মিষ্টি নয় জামতলার রইসের দোকানের মিষ্টি । তার পর খুশি মনে গেলেন মাতবর সাহেবের কাছে । মাতবর সাহেব পরামর্শ দিলেন এত গোপন আলাপ রাইতের কালে ছাড়া হইবোনা ।।। তেনার কথা মত রাইত তিনটার সময় আক্কেল আলী মাতবরের বৈঠক খানায় গোপন বৈঠক সারলেন। তারপর দিন জমি বেইচা নগদ ১০০,০০০ টাকা নিয়া গেলেন স্থানীয় এমপির খাস চামচা ভোলার কাছে , কিন্তু ভোলা বল্লেন ট্যাকা ডা আমি নিজে হাতে নিতে পারুম না ।। হেইডা তোমার শালা ঝরু মোল্লার কাছে দিয়া দিও ।।। যে কথা সেই কাজ ।।।
এরপর আক্কেল আলী তো আকাশে উড়ে বেড়ালো ।।। তার বংশে পেথ্থম সরকারী চাকুরী হইবো ।। আক্কেল আলী পড়ে আর হাসে ।। এখানে ওখানে তার বীরত্বের কথা বলে বেড়ায় আর দিন গুনতে থাকে ।।
অবশেষে আসে সেই শুভ ক্ষণ থুক্কু দুষ্কের ক্ষণ ।।। লিষ্টে আক্কেল আলীর বেটার বউর নাম নেই ।
আক্কেল আলীর তো মাথায় হাত ।।। আশা ভঙ্গের চিন্তায় আর টাকার শোকে আক্কেল আলী এখন পাগল প্রায়।।।
কিন্তু আক্কেল আলী টাকা ফেরত চাইবে কার কাছে ????????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



