আমি তো মাইক্রোসফ্টের বানানো কোন ব্রাউজার নয়
যে আমার বুকের মধ্য ইলিশ লিখে সার্চ দিলেই
এক হালি পদ্মার রূপালি ইলিশ হাতে হাজির হবো।
ইলিশ কেন এখন এক আটি লাউশাকের জন্য
রীতিমত হিমশিম খেতে হয় আমার মত অনেকের।
যারা সেদিন আমাদের দিনবদলের দিবা স্বপ্ন দেখিয়েছিল
তারা কিন্তু ব্রাউজারের চেয়ে দ্রত গতিতে পোলাও মাংস যোগার করে
তারা না হয় চীর সুখেই থাক ।
গিয়ে থাকলে বোকা জনগণের গেছে
কার কী আসে যায় ?
এক মানচিত্র আর কয়বার চিবিয়ে খাবে ?
এক দেশ আর কত বার নষ্ট হবে ??
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



