(১)
সমস্ত রাত জুড়ে শুধু তোমাকেই ভাবি অনুক্ষণ
কি করছো , কি খাচ্ছ -এই নিয়ে উতলা মন ;
বাশের ঐ বাশির কি দাম বল সুর বিনা
কি লাভ হবে জেনে -তোমার মনে আছি কি না ?
হয়তো নেই অথবা পুরো হৃদয় জুড়েই আছি---
যদি এ প্রেম হয় নিছক মিছা-মিছি
তবুও জেনো আছি , তোমার খুব কাছাকাছি ।।।।।।।।
(২)
যদি নাই বা দিলে বসন্ত তবে তুমি কেন ফাল্গুনী ?
যদি নাই বা আসে মধু ক্ষণ তবে কেন দিন গুনি ?
বুঝিনা জলের বুকে এ কোন খেলা ---
উজানে দুজনে মিলে ভাসাই ভেলা ।।।।।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




