যতদূর জানি ওয়ানডে, টেস্ট, টি২০ যাই হোক না কেন সিরিজ বিজয়ী দল সবসময় ট্রফি পেয়ে থাকে। আজ বাংলা ওয়াশের পর কোন ট্রফি দেওয়া হল না। ঘটনা টা কি? সম্ভাব্য কারণ যা হতে পারে:
১. জিতার আশা নাই দেখে কিউইসরা সেটা গাপ করে দিয়েছে।
২. কোন কারণে ট্রফিটা ভেঙ্গে গিয়েছে।
৩. টি২০ ম্যাচটাও জিতে যাবার পর আমাদের একসাথে সব ট্রফি দেওয়া হপে।
৪. মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে খেলোয়াড়দের ট্রফি দিবেন বলে বিলম্বিত হচ্ছে।
আল্লাহই ভাল জানে, আমগো ট্রফিটা গেল কই।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





