আমি ঠিক যেখানে ছিলাম আজ তারচেয়েও পিছনে পড়ে গেছি। গত বছর আজকেই এই দিনে প্রেমের টানে আমার প্রতিষ্ঠিত দোকান, বাড়ীঘর, আত্মীয়-স্বজন, চেনা ঠিকানা সব ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলাম। ঠিক আজকেই এই দিন ১০ আগষ্ট ২০১১ তারিখ যশোরে চলে আসি এতক্ষন। প্রেমের জন্য মানুষ এতো কিছু ত্যাগ করতে পারে আমার আগে জানাই ছিলো না। এরপর সে (আমার এলাকাতেই তার বাড়ী ছিলো) আসে আমার কাছে ৭ সেপ্টেম্বর ২০১১।
অচেনা নতুন শহরে কোন রকম একটা কাজ জুটিয়ে নিয়ে ভালোই ছিলাম প্রেমমগ্ন দু’টি প্রাণ। খুব হাসি-খুশি কেটেছে আমাদের যুগল সময়গুলোর প্রতিটি মুহুর্ত্ব। অবশেষে যখন দুইপক্ষের লোকজনের মিথ্যা আশারবাণীতে ফিরে আসলাম নিজ এলাকায়, তারপর থেকে আর কিছুই অবশিষ্ট থাকলো না। দুই পক্ষের ষড়যন্ত্রে ২০ ডিসেম্বর ২০১১ তারিখ আমাদের ছাড়াছাড়ির দিন।
আজ ফেলে রেখে যাওয়া সেই সব কিছুই আছে, শুধু সে নেই। আর কোন দিন তাকে ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আজ নিরবে শুধু চোখের জল ফেলে যাওয়ার দিন। আজ শুধু স্মৃতির অতলে মৃত মানুষের মতো ডুবে যাওয়ার দিন। সেই সাথে বলে রাখি, আজ ১০ আগষ্ট আমার জন্মদিন।
জন্মদিনেই আমি তাকে পাওয়ার জন্য সব হারিয়েছিলাম। এখন আমার সব আছে শুধু সে নেই। তবু আশাই বাঁচে মানুষ। আমিও আশায় আছি আগামী কোন জন্মে যদি তাকে পাওয়া যায়...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




