যদি দরিদ্র অশিক্ষিত মানুষগুলো যারা দুবেলা দু-মুঠো ভাতের জন্য জামাত-শিবিরের সাথে মিছিল মিটিং করে আর একজন শিবির কর্মী হিসেবে মৃত্যু বরন করে দেশদ্রোহী পুরস্কার লাভ করে তাহলে এদের কি বলবেন???? আমি খুব বেশী কিছু বলতে চাইছি না। যখন সারা দেশের মানুষ একত্রিত হয়ে সারাদিন খেয়ে না খেয়ে বা নিজের ভবিষ্যৎ চিন্তা না করে শাহবাগ অবস্থান করে বা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। অথচ সেই সময় টাকার কুমীররা তাদের স্বার্থ এক ফোটাও ছাড়েননি তা দেশের জন্যই হোক না কেন তাতে তাদের কিছু যায় আসে না।
যে কোন জাতীয় ইস্যুতে সচেতনতা সৃষ্টি করতে যেখানে মিডিয়াগুলোই পারে অগ্রণী ভূমিকা পালন করতে, সেখানে এই মিডিয়া চ্যানেলটি ইসলামী ব্যাংক এর সৌজন্যে খবরের বিরতি নিয়ে লাগাতার ভাবে প্রচার চালাচ্ছে জংগীবাদীদের অর্থের উৎসদাতার। অথচ এই মিডিয়া চ্যানেলটি কি পারত না ইসলামিক ব্যাংকের সাথে স্পন্সর চুক্তি প্রত্যাখান করে দেশের কল্যাণে দায়িত্বশীলতা এবং দেশের প্রতি দায়বদ্ধতার নজির সৃষ্টি করে সচেতনতার প্রমাণ দিতে! অথচ কি বিস্ময়ে লক্ষ্য করছি তাদের এই নির্লিপ্ত দায়িত্ব জ্ঞানহীনতা।
ইসলামী ব্যাংক জঙ্গীবাদ অর্থায়নের অন্যতম মাধ্যম। অথচ এই এটিএন বাংলা সংবাদ চ্যানেলটি তাদের সংবাদ এ বিজ্ঞাপন বিরতি নিচ্ছে ইসলামী ব্যাংকের এর সৌজন্যে। বিজ্ঞাপনের এই যুগে তারা স্পনসরের এর এতই দৈন্যতায় ভুগছে? এইসব কসাই মনোভাব সম্পন্ন বণিকশ্রেণী নিজেদের স্বার্থের জন্য আর কত জলাঞ্জলি দিবে যে ইসলামী ব্যাংক কে দিয়ে খবর স্পনসর করিয়ে পক্ষান্তরে একাত্তরের ঘাতকদালাল ও তাদের দোসরদের প্রচার করতেও এদের বিবেকে বাঁধে না! এদের এই যে কোনকিছুর বিনিময়ে নিজ স্বার্থ হাসিলের খামতি কবে কমবে?
সারাদেশ যখন বিপুল উদ্যমে জেগেছে, গণমানুষ যখন একই কন্ঠে সোচ্চার এবং ঐক্যবদ্ধ একই দাবি নিয়ে- একাত্তরের ঘাতক দালালদের ফাসিঁ ও তাদের দোসরদের নির্মূলে তখন এই নির্লজ্জ বেহায়াপনার কাঠবণিক মনোভাব দেখে মনে হয় বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এবং তাদের তাঁবেদার সাথে তাদের সম্পর্ক অটুট বন্ধুত্বের।
'প্রজন্ম-১৩'- কোটি মানুষের যূথবদ্ধতায় অবিরাম শ্লোগানের মাধ্যমে যখন দিবা-নিশির ফারাক ঘুচিয়ে ফেলেছে স্বাধীনতার বিরোধীতাকারীদের প্রাপ্য শাস্তির দাবি ও তাদের স্বমূলে নির্মূলের লক্ষ্যে এই অপশক্তির খোরপোশদাতা, চালক, এবং সহায়ক সংস্থাগুলোর বর্জনের আহবানে সেখানে এটিএন এর এই খবর ইসলামী ব্যাংক এর সৌজন্যে বেদনাদায়ক উপহাস এবং মানবতার হৃদপিণ্ডে ছুরি চালনোরই শামিল।
জামাত-শিবিরের পন্য বর্জন করুন সাথে তাদেরও বর্জন করুন যারা জামাত-শিবিরকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক আশ্রয় দিচ্ছে।
আরো আপডেট হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




