আমি জেনারেল হয়েছি অনেক আগেই, প্রতিদিন ব্লগ পরি, মডারেটরদের মতো পরি না, তবে গুগল রিডার ব্যবহার করে মোটামুটি সব ব্লগ পোষ্ট পড়া হয়।
মুল কথায় আসি।
ব্লগার রাজীবকে নিয়ে অনেক পোষ্ট হয়েছে, হচ্ছে, হবে। সবাই মাতামাতি করছে তার ধর্ম বিশ্বাস নিয়ে, তার জানাযা করা ঠিক না বেঠিক, ইত্যাদি। আমি মনে করি এই বিতংটা আমাদের করাই উচিৎ না। রাজীব একজন ব্লগার, শাহবাগের আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন, এজন্যই (হয়তো) তিনি খুন হয়েছেন, তার নাস্তিকতার জন্য খুন হলে অনেক আগেই কি সেটা হতো না? অযথা এই বিতর্ক করে লাভটা কার হচ্ছে?
আসুন এই বিতর্ক এখনই বন্দ্ধ করি, রাজীবের হত্যাকান্ডের প্রতিবাদ করি, ঘৃনা যানাই এবং শোককে শক্তিতে রুপান্তর করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




