আমি সেদিন লিখেছিলাম: "ইউনিভার্সিটি মানেই কি সন্ত্রাসী তৈরির কারখানা?
Click This Link
অনেক বুদ্ধিমান পন্ডিতেরা অনেক মন্তব্য করেছেন, অনেকে আবার বিপক্ষে ও বলেছেন, আজ আমি ওই সমস্ত দরদী ভাইদেরকে বলতে চাই আপনারা কি আজ ও অন্ধ হয়ে আছেন? আপনারা কি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে তার কি খোজ খবর রাখেন না?
আর কতকাল এভাবে আমাদের ছাত্ররা হাত পা হারিয়ে পংগু হয়ে থাকবে? গুটি কয়েক মানুষের সার্থের জন্য কেন এভাবে আমাদের শিক্ষার মান নষ্ট হবে?
" আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরস্পরকে এভাবে কোপাতে পারে এমন বীভৎসতা দেখে আমরা আতঙ্কিত।"
আমি বলবো আপনি এটা কি আজ বুজলেন!!!!!!!! এর আগেও তো আমাদের সোনার ছেলেরা কত কি করেছে তা কি আপনার চোখে ধরা পরেনি?
আজ ছাত্রদের কে ব্যবহার করছে আওয়ামী লীগ, বি এনপি, জামাত, ও অন্যান্য রাজনীতি বিদরা, তাতে দেশের লাভ কি??? আমরা সমাজ কি পেলাম ছাত্রদের থেকে?
আমি দেশের সর্বোচ্চ আদালতের দৃস্টি আকর্ষন করছি আপনারা বিশেষ কোন আইনের মাধ্যমে আমাদেরকে বাচান ...........................
আমরা আর কতকাল ওদের দ্বারা ব্যবহারিত হব????????
আজ দেশের পত্রিকার দিকে নজর দিলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারিনা যে আর নয় ছাত্র রাজনীতি।
দেখুন আজ আমাদের সোনার ছেলেরা কি করেছেন?
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




