অনেকদিন ধরে কিছু লেখা টেখা হয়না। কি করব! আজ অবশ্য পোস্ট দেবার জন্য হাত চুলকাচ্ছে খুব। তাই ভাবলাম, আবজাব পোস্ট না করে সামহয়ারের একজন কিংবদন্তী(সম্ভাব্য) নতুন ব্লগারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
বীরভোগ্যা বসুধার ন্যায় আমাদের ব্লগও কীর্তিমান ভোগ্যা। নতুনদের স্মরণ করিয়ে দিতে চাই য়্যালার্ম ভাইয়া, মহাকবি মাইকেল মেহদী, হড়ড় গাছভোদাই, ডেসটিনি ভুদাই; প্রমুখের মত অসংখ্য কৃতি জননন্দিত ব্লগারের জন্ম এই সামহয়ারের হাত ধরে।
তেমনই নিভৃতচারী একজনের দেখা পেলাম আজ ব্লগে। একজন মানুষ কি পরিমাণ বিনয়ী হতে পারে, তাঁকে না দেখলে হয়ত এটা আমার অজানাই থেকে যেত! বহুমুখি প্র্তিভার অধিকারী হয়েও তার নেই নূন্যতম আত্মদাম্ভিকতা। এরকম প্রচারবিমুখতার কারণেই নিজ থেকে তাগিদ অনুভব করছি তাঁকে আমজনতার সামনে তূলে ধরার।
নাহ! আর অপেক্ষা করাব না। জানি পাঠকবৃন্দের ধৈর্যের বাঁধ ভেঙ্গে বন্যার উপক্রম প্রায়। তবু বলি, ধৈর্য ধরুন! এমন একজনের পরিচয় তো আর দুম করে দেওয়া যায় না।
ঠিকাছে পাঠকবৃন্দ। আমাদের আজকের কৃতি ব্লগারের নাম, md jakaria।
এই হল তার ব্লগ লিঙ্কঃ http://www.somewhereinblog.net/blog/mdjakaria
তিনি জন্ম সূত্রে পাথরঘাটা, বরগুনার অধিবাসী হলেও বর্তমানে অবস্থান করছেন বন্দরনগরী চট্টগ্রামে।
এবারে আসুন, দেখেনিই এক ঝলক তাঁর প্রতিভার স্বাক্ষর।
প্রসঙ্গত বলে রাখি, তার জ্ঞানের সীমা পরিসীমা এতটাই বিস্তৃত, আপনি সতর্ক না হলে হঠাৎই তা দেখে হৃদরোগে আক্রা্ত হতে পারেন। দেশ, সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, কি পদ্য, কি গদ্য; কি বাংলা, কি ইংরেজী, নীতিগল্প, ব্যাংকিং, অর্থনীতি; কোথায় নেই তিনি!
প্রথমে ঘুরে আসি তাঁর বিজ্ঞান ভিত্তিক ব্লগে। সামহয়ারে অনেক তথাকথিত বিজ্ঞানী আছেন, বহু টেকি পোস্টদাতা আছেন, কিন্ত আমার ব্লগ জীবনে এমন তথ্যসমৃদ্ধ, রিচ আর্টিকেল ইহজনমে দেখিনি! বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোকে তিনি এত সহজ সুন্দর ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, যা সত্যিই মুগ্ধ করার মত।
উদাহরণ পোস্ট, কম্পিউটার বিষয়ক পোস্টঃ http://www.somewhereinblog.net/blog/mdjakaria/29233561
উল্লেখ্য, পোস্টের নীচের দিকে পাঠকদের জন্য একটা উপদেশবাণীও তিনি রেখেছেন। এ' থেকে আমরা উনার দায়ীত্ব সচেতনতার নমুনা পাই।
সমাজ, দর্শন, সাহিত্য; এমন কোনও ক্ষেত্রই নাই, যেখানে তার যাদুকরি প্রতিভার স্পর্শ লাগেনি। নীচে কয়েকটা তাঁর পোস্টের ওভারভিউ একজনর দেখলেই আশাকরি বুঝবেন;
শুধু তাই না, তিনি কেবল মাতৃভাষায় নয়, বিদেশি ভাষায়ও ব্লগিং করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।
বিশ্বাস রেখে বলুন তো, প্রিয় বন্ধুকে নিয়ে এমন আবেগঘন লেখা সবশেষ কতদিন আগে পরেছেন, মনে আছে কি? অথচ পরশ্রীকাতর বাঙ্গালির স্বভাব দেখুন। মানুষ নামের হিংসুটে একজন ব্লগার উনার ইংরেজি ভাষাজ্ঞানে অগাধ পান্ডিত্য দেখে ঈর্ষাপরায়ন হয়ে কি তীর্যক একটা মন্তব্যই না করল!
এতক্ষনে নিশ্চয় তাকে রাশভারি, গম্ভির স্বভাবের মানুষ বলে ভাতে শুরু করে দিয়েছেন! নাহ, আপনাদের দোষ নাই। প্রতিভাবানেরা কিঞ্চিৎ গুরুগম্ভিরই হয়। কিন্তু এখন আপনার জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় চমক! উনি যে কি পরিমান রোম্যান্টিক, তা হয়ত আপনার ধারনারও বাইরে। শুধু দেখুন(নু কমেন্টস্
সেই রোম্যান্টিক পোস্টের লিঙ্কঃ http://www.somewhereinblog.net/blog/mdjakaria/29205882
ইংরেজদের ভাষার উপর অগাধ পান্ডিত্যের দরুন কোনও কোনও দুষ্টলোকেরা তিনি বাঙ্গালি না বিলাতি; উনার অরিজিন নিয়ে অযাচিত প্রশ্ন তুলে তাঁকে বিব্রত করার সুযোগ খুজে। এই সব হিংসুটে সমালোচকদের জবাব তিনি দিয়েছেন একেবারে ডান্সিং ডাউন দা উইকেট ছক্কা হাঁকিয়ে। হুহ্! কোনও রকম হেঁয়ালি না করে অপকটে তার বলিষ্ঠ উচ্চারণ!! নীচে দেখুন;
______________________________________
ব্লগার মুরুববীকে ধন্যবাদ দৃষ্টিগোচর করার জন্য। নচেৎ এই মহান ব্লগার আড়ালেই থেকে যেতেন...
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



