রাজাকার, মিরজাফর কখন তৈরী হয় জানেন? যে কোনো আন্দোলনের সময়ই হল রাজাকার তৈরীর সময়। এই আন্দোলনেও রাজাকার তৈরী হবে। যারা গায়ের জোরে বলবেন, কোন *ানকি* পোলা মিরজাফরি করবে দেইখা নেব, তাদের জন্যে "আরেকবার *োয়া মারা খাওয়ার জন্যে তৈয়ার হন।"
সব কিছু খেয়াল কইরা, নব্য রাজাকার হইতে বাচিবার জন্যে নিজের বুদ্ধি দিয়া চলা অতীব কর্তব্য।
১) লীগ ও লীগের স্লোগান কে বর্জন করুন
২) চিন্হিত শিবির বন্ধু অথবা সন্দেহজনক সকলকে বর্জন করুন
৩) সকল প্রকার নেগোশিয়েশন বর্জন করুন
৪) আশে পাশে কোনো নেতা আসলে পানির বোতল না ছুড়ে জুতা ছুড়ে মারুন
৫) কোনো প্রকার হুজুকে কান দিবেন না। সফল হতে পারলে আপনার নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে।
৬) মনে রাখবেন, রাজনীতি যারাই করে, ওরাই বদমাইশ। সো, বাম নেতাদের হুজুর ভাবার কোনো কারন নাই। সবাই নিজের দলের স্বার্থ আগে দেখবে।
৭) পুলিশ ও চায় দেশ ভালভাবে চলুক। শিবির করে না, এমন পুলিশ ও চাবে, রাজাকারের ফাসি হোক। সো, এমন কোনো কাজ করবেন না যাতে পুলিশের সাথে এখনই সংঘর্ষ বাধে।
সকলের জন্যে শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




