![]()
"না হয় নাম হোক হৃদয় ঈশ্বরী"
আজ রাতে রাত পরীদের ছুটি
দেওয়ালের মাঝে অহেতুক আঁকাবুকি
ভালোবাসি ওই দস্যিমেয়ের হাসি
দুচোখ ভরে তোমায়; দেখছি দিবানিশি।
বুকের মাঝে এক ভালো লাগা অনুভূতি
মুঠো ভরে আনা শিউলি রং তুলি
সোনালী রোদেলা দুপুর জুড়ে তুমি
জোনাক জ্বলা রাতের; ডাহুক ডাকা পাখি।
আজ রাতের আকাশ ভরা তারা
চিন্তারা আজ বড্ড ছন্নছাড়া
শুধু বুকের মাঝে বাড়ছে তোমার কথা
নির্ঘুম রাতে জ্যোৎস্না মাখা; স্বপ্নেরা দেয় হানা।
বিকেলের ওই শান্ত দীঘির জলে
নীরব আলোয় তোমার ছায়া পড়ে
তুমি বসে আছো হাতে নীল পদ্ম নিয়ে
ভালোবাসা আজ ভাসিয়ে দেবো জলে।
তুমি আমার কবিতা জুড়ে আছো
থাকো আমার হৃদয় জুড়ে থাকো
হলে হয়ো তুমি রাজকন্যা বা পরী
না হয় নাম হোক হৃদয় ঈশ্বরী।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




