পুরান ঢাকায় আগুনে পুড়ে মানুষের এই দৃশ্য দেখে অনেক কথা মনে হলো। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এর জন্য দায়ি। তবে সবার আগে সাদেক হোসের খোকার কথা মনে হওয়ায় গুগল সার্চ দিয়ে অনেক লেখা ও ছবি পেলাম। দুইটা লেখা শেয়ার করলাম।
১. সাদেক হোসেন খোকা ছিল ঢাকা সিটি কর্পোরেশনের ফুটপাথে অবৈধ দোকানের চাঁদা তোলার ক্যাশিয়ার।
আশির দশকে সাদেক হোসেন খোকা ছিল ঢাকা সিটি কর্পোরেশনের ফুটপাথে অবৈধ দোকানের চাঁদা তোলার ক্যাশিয়ার। আশির দশকের গোড়াতে ঢাকায় প্রথম বদলী হওয়া একজন পুলিশ কনস্টবল বলছেন সে সময় খোকা সিটিকর্পোরেশনের অবৈধ্য চাঁদা উত্তোলন এবং পুলিশ কর্পোরেশন সহ সবার ভাগ বাটোরার হিসাব রক্ষক ও ভাগের টাকা পৌছে দেয়ার দায়িত্ব পালন করতো।
সেই সাদেক হোসেন খোকা গত প্রায় ১০ বছর যাবৎ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঢাকার বর্তমান অবস্থার জন্য ৮০ ভাগ দায়ি। এ ঢাকা কে একেবারে ধ্বংস করে দিয়েছে। যে আইন এর মত টাউট একটা লোক কে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হিসাবে এত বছর রেখে দেয় সে আইন আমরা মানি না। একে কালই লাথি মেরে ঢাকা সিটি কর্পোরেশন থেকে বের করে ডাস্টবিনে ফেলে দেয়া হউক।
২. আমি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার দুই গালে দুইটা চড় দিতে চাই
আর চড় দিয়া ওর ৩২টা দাঁত ফেলে দিয়ে ওকে বাকি জীবন প্রতিদিন শুধু হাফ কেজি রুচি ডাল ভাজা চাবাইয়া খেতে দেই।
কারন ঢাকা শহরটাকে দোজখ বানানোর পিছনে সবচেয়ে বেশী দায়ী এই ঢাকা সিটি কর্পোরেশন আর সাদেক হোসেন খোকা তার সময় কালে শহরটার ক্ষতি করেছে সবচেয়ে বেশী। অথচ প্রতি বছর ২০ হাজার কোটি টাকা বাজেটের এই প্রতিষ্ঠানে এখনও ওর ময়লা পাছাটা নিয়া বসে থেকে দাঁত মুখ কেলিয়ে হা হা হা করছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




