বাংলাদেশ আর্মী একদিন পুরো ঢাকাই গিলে ফেলবে যেমন গতকাল রুপগঞ্জঃ দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প লাগোয়া রূপগঞ্জের ইছাপুরা ও আশপাশের এলাকার ২৪টি মৌজার জমি সেনাবাহিনীর হাউজিং প্রকল্প বাস্তবায়নের নামে সেনা বাহিনী জনগনের টাকায় কেনা পোশাক গাড়ি হেলিকপ্টর নিয়ে জনগনের জমি দখল করতে মাঠে নেমেছে। গতকাল সকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়। রুপগঞ্জ উপজেলার ২৪টি মৌজা স্থানীয় উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সমস্ত কেনা বেচা বন্ধ করার জন্য সাবরেজিস্ট্রি অফিসেকে নির্দেশ দিয়েছে। নতুন কোন দলিল করা বন্ধ করে জোর করে দখল করে নিচ্ছে। গত তিন মাসে আগে আর্মি অফিসার্স হাউজিং সোসাইটির নামে রূপগঞ্জের কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ২৪ মৌজায় জমি কেনা শুরু হয়। উপজেলার টান মুসুরী, পূর্বগ্রাম, ইছাপুরা ও রূপগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসের পাশে সেনাবাহিনীর ক্যাম্প বসিয়ে জমি কেনার কাজ চলছিলো। তাতে ইউনিফর্ম পরা সেনাসদস্যরা ওই ক্যাম্পে অবস্থান করছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, প্রকল্পের জন্য কম দামে জমি বিক্রি করতে কয়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী ও তারেক জমির মালিকদের চাপ দিয়ে আসছিলো। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে এলাকায় উত্তেজনা চলছিলো। (বিডিনিউজ২৪)
এবার চলুন দেখি সেনা বাহিনী ঢাকা ও আশেপাশের কত ভাগ জায়গা অলরেডি দখল করে আছে।
১. ঢাকার কেন্দ্র স্থলে বিশাল এরিয়া দখল করে গঠিত ঢাকা
২. মিরপুর ক্যন্টনম্যান্ট করা হয়েছে যা তুরাগ পর্যন্ত বিশাল এলাকা নিয়ে বিস্তৃত ।
৩. কাছেই সাভার বাজার থেকে শুরু করে নবিনগর। পর্যন্ত ৮০ কিমি বেগে ৩০ মিনিটের ৪০ কিলোমিটার জুড়ে রাস্তার ডান পাশের বিশাল এলাকা যা বনের ভেতর দিয়ে রাজেন্দ্রপুর ছুই ছুই জুড়ে সাভার ক্যান্টনম্যান্ট অবস্থিত।
৪. গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে টুক বাজার পর্যন্ত রাজেন্দ্রপুর কেন্টনমেন্ট।
৫. ঢাকার ভেতর মহাখালি, বসুন্ধরা সহ অনেক জায়গায় ডিএইচওএস ওয়ান, টু, থ্রী নামে কত এলাকা কে জানে ?
কয়েক দিন আগে সালাউদ্দীন কাদের চৌধুরী বলেছিল ঢাকা ক্যান্টনমেন্ট কে সরিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া উচিত, এই ব্যক্তি তার সারা জীবনে কোন ভালো কথা না বললেও এই একটা মাত্র সঠিক কথা বলেছে। অথচ এর পরই তাকে আর্মির ভয় দেখিয়ে জনগনের মনের কথাটা চাপা দেয়া হয়েছে। রাজধানী ঢাকার মত ঘনবসতিপূর্ন জায়গায় বিশাল এরিয়া দখল করে গঠিত ঢাকা ক্যান্টনমেন্ট কে কেন্টনমেন্ট ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই তা করা উচিত। ঢাকা ক্যান্টনমেন্ট সহ ঢাকা ও এর আশে পাশে ২৫% এর বেশি জায়গা দখল করে আছে যেমনঃ
বাংলাদেশ আর্মী একদিন পুরো ঢাকাই গিলে ফেলবে।
মাওয়া ঘাটের দিকে কি নিয়েছে জানা নাই।
হাতির ঝিলে কি হচ্ছে বোঝা যাচ্ছে না।
আপনার কাছে আরও তথ্য থাকলে শেয়ার করুন।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





