এইতো এইবার সুবিধা হইছে। গ্রামের যার।যার সামান্য জায়গাও আছে তার নামেও মামলা দিয়া থানা পুলিশ উকিল জজের প্যাচ ফালাইয়া সব জায়গা ফাউ খাও। আর দশ লাখ কম মাথা পিছু।
ঔখানকার এমপি সাবরে টিফিত দেকলাম কয় জমির ব্যাপার ফয়সলা ওইছে। কি অইছে তা কয় নাই। তয় পুলিশ সুপাররে কইয়া ৪০০০ জনের নামে মামলা দিছে।
পুলিশ হালায় সব সময়ই পরের পুলা, যেই দিগেই যান না কেন। মানুষ মরলো, কে মারলো, কে আইলো, কি করলো, মামলা করলো নীরিহ গ্রামবাসীর নামে। মামলা যদি হতেই হয় সেনাবাহিনীর নামে হবে । মানুষতো মরেছে, কে মেরেছে ? মঘের মুল্লুক নাকি ? প্রশাসন সাবরেজিস্ট্রার সব লাডির ভয়ে চুপ।
আর সেনাবাহানীর প্রেস রিলিজে বলে এই জমি কেনার কাজটি পুরো পুরি সেনা সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত। একাজে সরকার কিংবা সেনাবাহিনী প্রতিস্ঠান হিসেবে জড়িত নয়।
তাহলে প্রশ্নঃ ০. যদি এটি ব্যক্তিগত জমি কেনা কিনি হয় তাহলে ব্যক্তিগত কাজে অস্ত্র নিয়ে গিয়েছিল কেন ?
১. সেনাবাহিনী ওইখানে ক্যাম্প করতে গেল কেন?
২. তাহলে রুপগঞ্জের ওই জায়গায় পোষাক পরিহিত সেনা সদস্যরা থাকবে কেন?
৩. কেন আর্মির গাড়ি সেখানে ব্যবহার করা হবে?
৪. কেন সেনা বাহিনী নামক প্রতিষ্ঠানটি ওই কাজে জড়িত হল ?
৫. ব্যক্তিগত কাজে অস্ত্র নিয়ে গিয়েছিল কেন ?
এটা কি ব্যক্তিগত কাজে গিয়ে যুদ্ধাবস্থা ছিল, কার অনুমতিতে হেলকপ্টার নিয়ে মানুষ মেরে বিপদে পরায় উদ্ধার করতে যাওয়া ?
ডিটেইল স্টোরী অব আর্মি হেয়ারঃ Click This Link
গ্রামবাসীর নামে এই মামলার তীব্র নিন্দা জানাই ও অবিলম্বে তা প্রত্যাহার করে সেনাবাহিনীর নামে মামলা দায়েরের দাবি জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




