আজ দুপুরে জামায়াত শিবিরের গুলিতে ৭ সাংবাদিক আহত হয়েছেন। কয়েকদিন আগে কক্সবাজারে জামায়াত শিবিরের গুলিতে ৩ জন নিহত হয়েছিল।
যখন ছাত্রলীগ-যুবলীগে মারামারি হয় তখন পত্রিকায় অস্রহাতে তাদের ছবি দেখা যায়, যখন ছাত্রদল-ছাত্রদলে মারামারি হয় তখন পত্রিকায় অস্রহাতে তাদের ছবি দেখা যায়। গত কয়েক বছরে পত্রিকায় কয়বার যে ছাত্রদল ও ছাত্রলীগকে পিস্তল, বন্দুক, রামদা, চাপাতি হাতে দেখেছি গুনে শেষ করা যাবে না। এমনকি বিশ্বজিত হত্যাতো পুরো ভিডিও টিভিতে দেখানো হয়েছে।
কিন্তু জামায়াত শিবিরকে অস্রহাতে পত্রিকা বা টিভিতে দেখা যায় না কেন? পত্রিকায় তাদেরকে শুধু লাঠি বা ইট হাতে দেখা যায় কিন্ত অস্র হাতে দেখা যয় না কেন? সাংবাদিক ভাইয়েরা কি অস্রহাতে জামায়াত শিবিরের ছবি প্রকাশ করতে ভয় পাচ্ছেন? সাংবাদিক ভইদের কাছে আমার অনুরোধ দেশের এই ক্রান্তিলগ্নে ভয় পাবেন না। দয়া করে জামায়াত শিবিরের আসল রূপ প্রকাশ করে দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



