ইদানিং প্রথম আলো একটি বিজ্ঞাপন প্রচার করছে, যেটিতে সবাই বলে
ভুইলা যাইয়ের না আমরাই সংখ্যা গরিষ্ঠ, আমরাই সংখ্যা গরিষ্ঠ।
এটি বলে প্রথম আলো কি বুঝাতে চায়?? সংখ্যা গরিষ্ঠ হলে তার মতের দাম আছে আর সংখ্যালঘু হলে তাদের মতের দাম নেই??
এটি বলে কি প্রথম আলো সংখ্যালঘুদের অপমান করছে না??
আমার মতে যেকোন মানুষের কথার বা মতের মধ্যে যুক্তি বা মেরিট থাকতে হবে। সেই মেরিটের ভিত্তিতে মতামতের প্রায়োরিটি বিবেচনা করা যায়। সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠ এক্ষেত্রে বিবেচ্য নয়।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



