http://www.mlwa.gov.bd/
দয়া করে উপরের লিংকটা ব্যবহার করে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে যান। আজকের এই বিশেষ দিনে তাদের ওয়েব সাইটে কী আছে ? মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কোন আয়োজন কি আছে ?
বিশেষ দিবস উপলক্ষে সামুর ব্যানার না বদলালে আমরা সামুর ১৪ গুষ্ঠি উদ্ধার করি। কিন্তু আমাদের ট্যাক্সের পয়সায় যেই রাষ্ট্রীয় ওয়েব চলে, সেটার কোন উন্নতি না হলে হাল ছেড়ে দেই। সত্যি আমরা বড় বিচিত্র মানুষ।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজ হল মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা। এর বাইরে এদের কোন কাজ নাই। সেই মন্ত্রণালয়ের ওয়েব সাইটে মুক্তিযুদ্ধ সম্পর্কিত চারটি লিংক আছে। কোন লিংকই কাজ করে না, কোন তথ্য নাই। এমনকি ৭ জন বীরশ্রেষ্ঠের কথাও নাই।
Brief History
Beer Shrestya
Gallantry Award Winners
Gazetted Freedom Fighters
এই নামে চারটি লিংকের কোনটাতে কোন তথ্য দেয়া হয়নি।
২৫ অক্টোবর ২০০১ সালে প্রকাশিত গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মন্ত্রণালয় সৃষ্টি করা হয়েছে। তারপর দীর্ঘ ৭ বছরেও তারা তাদের ওয়েব সাইটে মুক্তিযুদ্ধের ইতিহাসও সংযোজন করতে পারেনি। ৭ বীর শ্রেষ্ঠর নাম সংযোজন করতে পারেনি। কেবল লিংক দিয়ে আমাদের সান্ত্বনা দিয়ে রেখেছে।
এই মন্ত্রণালয় তৈরি করাটা একটা উপহাস ছাড়া যে আর কিছু নয়, তা বুঝতে খুব বুদ্ধিমান হতে হয় না। রাষ্ট্রীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অবহেলা করার ঐতিহ্য থেকে আমরা বোধহয় কখনই বের হয়ে আসতে পারব না। তারই একটি ক্ষুদ্র নমুনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট।
বিঃদ্রঃ দুঃখজনক হইলেও সত্য Hon'ble Ministers লেখা লিংকে ক্লিক করে মন্ত্রী মহোদয়ের চেহারাটাও দেখতে পারলাম না।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





